বান্দরবান প্র তিনিধি
লামা উপজেলা সরই ইউনিয়নের ডলুছড়ি মৌজায় কোয়ান্টাম ফাউন্ডেশন কর্তৃক পাহাড় কেটে পরিবেশ ধ্বংস করে চলছে।
দীর্ঘদিন ধরে তাদের পরিবেশ বিধ্বংসী অপ্রতিরোধ্য কর্মকান্ডে কোনো মহল নজর দেন নাই।
পাহাড় কাটাসহ পরিবেশ নষ্ট করার দায়ে সম্প্রতি উপজেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর কর্তৃক এনফোর্সমেন্ট মামলা এবং মেশিন দিয়ে পাহাড় কাটার দায়ে পৃথক অভিযানে ৫ লাখ টাকা জরিমানা করার পরও টনক নড়েনি তাদের।
শুক্রবার (২৮ মার্চ) দুপুরে কোয়ান্টাম এর পাহাড় কাটা স্থান সরজমিন পরিদর্শন করে পরিবেশ অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় পরিচালক এবং লামা উপজেলা নির্বাহী অফিসার।
অভিযোগ রয়েছে, সেখানে কোয়ান্টাম ফাউন্ডেশনের শতাধিক পাকা আধাপাকা স্থাপনা রয়েছে। প্রতিটি স্থাপনা করতে তারা সেখানে পাহাড়ের ঢালু বা চূড়া কেটে প্রাকৃতিক অবয়ব পরিবর্তন করেছেন।
এসব ব্যাপারে পরিবেশ অধিদপ্তর বিভিন্ন সময়ে অভিযান ও এনফোর্সমেন্ট মামলা করেও তাদেরকে প্রকৃতি বিনাশী কর্মকান্ড থেকে বিরত করা যায় নি।
পাহাড় কাটা ছাড়াও বন বিভাগের আইন অমান্য করে নিজেদের ইচ্ছেমতন গাছগাছালি কেটে সাবাড় করার ধৃষ্টতাও দেখিয়ে যাচ্ছে কোয়ান্টাম ফাউন্ডেশনের তদারককারীরা।
এ ব্যাপারে পরিবেশ আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা হবে বলে সূত্র জানায়।
প্রকাশক ও সম্পাদক : মোঃ নিজাম উদ্দিন, নির্বাহী সম্পাদক : আইয়ুব আলী অফিস ; খান কমপ্লেক্স, সোনারপাড়া, শিবগঞ্জ, সিলেট। যোগাযোগ : প্রকাশক ও সম্পাদক : ০১৭৩৭-৩০৪৭৫১। ই-মেইল : sylhetbuletin@gmail.com
All rights reserved © 2025 sylhet buletin