তাহিরপুর প্রতিনিধি :
সুনামগঞ্জের তাহিরপুরে বৌলাই নদীর বালু তোলা নিয়ে সংঘর্ষে জড়ায় দুই গ্রামের মানুষ। এতে আহত হয়েছেন অন্তত পাঁচজন। শুক্রবার (২৮ মার্চ) সকালে উপজেলার সদর ইউনিয়নের ধুতমা ও লক্ষ্মীপুর গ্রামের মধ্যে সংঘর্ষের এ ঘটনা ঘটে।
আহতদের মধ্যে দুজনের নাম-পরিচয় জানা গেছে। তারা হলেন- লক্ষ্মীপুর গ্রামের মাসুম মিয়া (১৮) ও ধুতমা গ্রামের মিরু মিয়া (৩৫) স্থানীয় সূত্রে জানা গেছে, লক্ষ্মীপুর গ্রামের মানুষ তাহিরপুর সদর বাজার থেকে ধুতমা গ্রামের নিচ দিয়ে নদী পার হয়ে বাড়ি যেতে সহজ হয়। মাসখানেক আগ থেকে ধুতমা গ্রামের লোকজন লক্ষ্মীপুর গ্রামের লোকজনদের তাদের গ্রামের নিচ দিয়ে পার হতে নিষেধ করে দেয়। এতে লক্ষ্মীপুর গ্রামের লোকজন বাধ্য হয়ে পার্শ্ববর্তী বীরনগর গ্রাম হয়ে নদী পার হয়ে বাড়ি যায়।
সম্প্রতি ধুতমা গ্রামের মানুষ বাড়ি বাঁধ দিতে নদী পার হয়ে লক্ষ্মীপুর গ্রামের পাড় থেকে নদীর বালু আনতে গেলে লক্ষ্মীপুর গ্রামের মানুষ তাদের বাধা দেয়। ফলে একপর্যায়ে শুক্রবার সকালে দুই গ্রামের মধ্যে দেশীয় অস্ত্র নিয়ে নদীর দুইপাড়ে মারামারিতে জড়িয়ে পড়ে। এতে দুই গ্রামের মাসুম মিয়া ও মিরু মিয়াসহ পাঁচ আহত হয়েছেন বলে জানা যায়। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন বলেন, ধুতমা ও লক্ষ্মীপুর গ্রামের মারামারির খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছে। ঘটনাস্থলে পুলিশ রয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে।
প্রকাশক ও সম্পাদক : মোঃ নিজাম উদ্দিন, নির্বাহী সম্পাদক : আইয়ুব আলী অফিস ; খান কমপ্লেক্স, সোনারপাড়া, শিবগঞ্জ, সিলেট। যোগাযোগ : প্রকাশক ও সম্পাদক : ০১৭৩৭-৩০৪৭৫১। ই-মেইল : sylhetbuletin@gmail.com
All rights reserved © 2025 sylhet buletin