সিলেট বুলেটিন ডেস্ক:
কোম্পানীগঞ্জ উপজেলার বুড়িডহর ও লামনীগাঁও এলাকায় অবৈধভাবে বোমা মেশিন দ্বারা বালু উত্তোলন রোধে অভিযান পরিচালনা করা হয়েছে। আজ বৃহস্পতিবার (২৭ মার্চ) দুপুর ২টা ১০ মিনিট থেকে বিকেল ৫টা ৩০ মিনিট পর্যন্ত এ অভিযান পরিচালিত হয়।
উপজেলা প্রশাসন ও কোম্পানীগঞ্জ থানা পুলিশের সমন্বয়ে পরিচালিত অভিযানে ৫টি বোমা মেশিন ধ্বংস এবং আনুষঙ্গিক যন্ত্রপাতি বিনষ্ট করা হয়। অভিযানে নেতৃত্ব দেন কোম্পানীগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) আবুল হাসনাত এবং কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ উজায়ের আল মাহমুদ আদনান।
মি. আদনান এ তথ্য নিশ্চিত করে জানান পরিবেশ ও নদী রক্ষায় অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।