ঈদুল ফিতর উপলক্ষ্যে প্রস্তুতি সভায় জেলা প্রশাসক
নিউজ ডেস্ক:
সিলেটে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে পবিত্র ঈদুল ফিতর উদযাপন উপলক্ষে বৃহস্পতিবার প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহবুব মুরাদের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তারা নির্বিঘ্নে, নিরাপদে ও আনন্দঘন পরিবেশে ঈদ উদযাপনে করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করেন।
সভায় জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহবুব মুরাদ বলেন, ঈদে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা ও নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ জো নিশ্চিত করা হবে। এজন্য আইন-শৃঙ্খলা বাহিনী, বিদ্যুৎ বিভাগ ও ফায়ার সার্ভিস সার্বক্ষণিক কাজ করবে। ঈদে মানুষের ভোগান্তি কমাতে চুরি ও ছিনতায় রোধ এবং যানজট নিরসণসহ আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হবে। ঈদের আনন্দ যেন বিষাদে পরিণত না হয় সেজন্য অপ্রাপ্ত বয়স্করা যেন মোটর সাইকেল চালানো হতে বিরত থাকে এবং ভ্যান বা ট্রাকে সাউন্ড বক্স নিয়ে বের না হয় সেদিকে লক্ষ্য রাখার জন্য অভিভাবকদের প্রতি আহ্বান জানান জেলা প্রশাসক।
মোহাম্মদ শের মাহবুব মুরাদ বলেন, এবারের ঈদে দীর্ঘ বন্ধে সিলেটে প্রচুর পর্যটক আসবে বলে ধারনা করা হচ্ছে। ঈদের ছুটিতে পর্যটকদের নিরাপত্তা ও সুযোগ-সুবিধা নিশ্চিত করতে নানা উদ্যোগ গ্রহণ করা হয়েছে। সড়ক দুর্ঘটনা এড়াতে দুর্ঘটনা প্রবণ এলাকাগুলো চিহ্নিত করে সাইন বোর্ড লাগানো হয়েছে, পর্যটন এলাকায় অতিরিক্ত নিরাপত্তা নিশ্চিত করতে অতিরিক্ত পর্যটন পুলিশ ও আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হবে। তিনি আরো বলেন, আবাসিক হোটেল ও রেস্টুরেন্টে যাতে অতিরিক্ত টাকা না নেয় সেজন্য নিদের্শনা প্রদান করা হয়েছে। পাশাপাশি পর্যটকরা যাতে এ এলাকায় নকল পণ্য ও কসমেটিকস কিনে প্রতারিত না হয় সেজন্য অভিযান পরিচালনা করা হবে। বিভিন্ন বিষয়ে সমন্বয় রক্ষার লক্ষ্যে জেলা প্রশাসকের কার্যালয়ে এসময়ে একটি কন্ট্রোল রুম খোলা হবে।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আনোয়ার উজ জামান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ফারজানা আক্তার মিতা, অতিরিক্ত উপপুলিশ কমিশনার দেবাশীষ দাশ, র্যাব-৯ এর অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ, সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী আমির হোসেন, সিলেট সিটি কর্পোরেশনের প্রধান রাজস্ব কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মতিউর রহমান খান, ইসলামিক ফাউন্ডেশনের পরিচালক মোহাম্মদ মহীউদ্দিন মজুমদার, স্টেশন ম্যানেজার মো. নূরুল ইসলাম প্রমুখ।
প্রকাশক ও সম্পাদক : মোঃ নিজাম উদ্দিন, নির্বাহী সম্পাদক : আইয়ুব আলী অফিস ; খান কমপ্লেক্স, সোনারপাড়া, শিবগঞ্জ, সিলেট। যোগাযোগ : প্রকাশক ও সম্পাদক : ০১৭৩৭-৩০৪৭৫১। ই-মেইল : sylhetbuletin@gmail.com
All rights reserved © 2025 sylhet buletin