সিলেট বুলেটিন ডেস্ক:
সিরাজগঞ্জের শাহজাদপুরে ৭জন সাংবাদিকের ওপর হামলার ঘটনায় পুলিশ তিন আসামিকে গ্রেফতার করে কারাগারে পাঠিয়েছে ।
বৃহস্পতিবার (২০ মার্চ) শাহজাদপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক গোলাম রব্বানী এই নির্দেশ দেন। এর আগে বুধবার (১৯ মার্চ) রাতে ওই তিনজনকে গ্রেপ্তার করে পুলিশ।
গ্রেপ্তাররা হলেন- রবিউল, আমির হোসেন ও ইমরান।
খোঁজ নিয়ে জানা যায়, বুধবার দুপুরে শাহজাদপুর উপজেলার নরিনা ইউনিয়নের নরিনা মধ্যপাড়া গ্রামের রাস্তা দিয়ে যাওয়ার সময় রাস্তায় মাটি ফেলে যানজট সৃষ্টি দেখতে পান সাংবাদিকরা। পরে রাস্তা থেকে মাটি সরিয়ে রাস্তা পরিষ্কার করতে বলেন তারা।
এসময় বেশ কয়েকজন যুবক সাংবাদিকদের সাথে দুর্ব্যবহার করে ও লাঠিসোটা দিয়ে হামলা চালায়। এই ঘটনায় শাহজাদপুর সাংবাদিক ফোরামের সভাপতি রাজিব আহমেদ রাসেলসহ সাতজন সাংবাদিক আহত হন।
একই দিন দিবাগত রাতে শাহজাদপুর সাংবাদিক ফোরামের সভাপতি রাজিব আহমেদ রাসেল বাদী হয়ে ৬ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত ৫/৬ জনের নামে শাহজাদপুর থানায় মামলা দায়ের করেন। ওই রাতেই থানা পুলিশ অভিযান চালিয়ে তিন আসামিকে গ্রেপ্তার করে।
এই বিষয়ে শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আছলাম আলী বলেন, সাংবাদিকদের ওপর হামলার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশের একটি দল পাঠিয়ে তাদের নিরাপত্তা নিশ্চিত করা হয়।
তিনি বলেন, রাতে মামলা দায়েরের পর থানার কয়েকটি টিম সারারাত বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে তিন আসামিকে গ্রেপ্তার করে। আজ দুপুরে তাদের শাহজাদপুর আমলি আদালতে প্রেরণ করা হয়। বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।
প্রকাশক ও সম্পাদক : মোঃ নিজাম উদ্দিন, নির্বাহী সম্পাদক : আইয়ুব আলী অফিস ; খান কমপ্লেক্স, সোনারপাড়া, শিবগঞ্জ, সিলেট। যোগাযোগ : প্রকাশক ও সম্পাদক : ০১৭৩৭-৩০৪৭৫১। ই-মেইল : sylhetbuletin@gmail.com
All rights reserved © 2025 sylhet buletin