সিলেট বুলেটিন ডেস্ক:
সংযুক্ত আরব আমিরাতের আন্তর্জাতিক জ্যোতির্বিদ্যা কেন্দ্র জানিয়েছে, আগামী ২৯ মার্চ (২৯ রমজানে) আরব ও ইসলামিক বিশ্বে শাওয়াল মাসের চাঁদ দেখতে পাওয়ার কোনো সম্ভাবনা নেই। কারণ ওইদিন সূর্যাস্তের আগে চাঁদ অস্ত যাবে এবং চাঁদ সূর্যের সংযোগ ঘটবে সূর্যাস্তের পর।
জ্যোতির্বিজ্ঞানের এমন পরিস্থিতিতে— খালি চোখে, টেলিস্কোপে অথবা অন্য যে কোনো উপায়ে আগামী ২৯ মার্চ শাওয়াল বা ঈদুল ফিতরের চাঁদ দেখা সম্ভব নয় বলে নিশ্চিত করেছে সংস্থাটি।
যেসব দেশ শুধুমাত্র চাঁদ দেখে ঈদ ও রমজানের তারিখ নির্ধারণ করে সেসব দেশে এবারের রমজান মাসটি ৩০ দিনের হতে যাচ্ছে। যার অর্থ মধ্যপ্রাচ্য এবং ইসলামিক বিশ্বে ৩১ মার্চ ঈদুল ফিতর পালিত হবে।
আন্তর্জাতিক জ্যোতির্বিদ্যা কেন্দ্রের বিস্তারিত প্রতিবেদন—
সংস্থাটি তাদের প্রতিবেদনে বলেছে, বিশ্বের বেশিরভাগ দেশ শনিবার, ২৯ মার্চ, ২০২৫-এ শাওয়াল মাসের (ঈদ-উল-ফিতর ১৪৪৬) হিজরি সনের অর্ধচন্দ্র দেখার প্রস্তুতি নেবে। তবে ওইদিন পৃথিবীর পূর্বাঞ্চল থেকে অর্ধচন্দ্র দেখা যাবে না। এছাড়া খালি চোখ, টেলিস্কোপ এবং জ্যোতির্বৈজ্ঞানিক ইমেজিং প্রযুক্তিসহ সমস্ত পর্যবেক্ষণ পদ্ধতি ব্যবহার করে আরব ও ইসলামি বিশ্বের কোনো দেশ থেকে চাঁদ দেখা সম্ভব হবে না।
তবে, শুধুমাত্র আমেরিকা মহাদেশের মধ্য ও উত্তর অংশ থেকে একটি টেলিস্কোপ ব্যবহার করে অর্ধচন্দ্র দেখা সম্ভব। কিন্তু টেলিস্কোপ দিয়েও আমেরিকা মহাদেশের পূর্ব অংশ থেকে এই অর্ধচন্দ্র দেখা যাবে না। এছাড়া মার্কিন যুক্তরাষ্ট্রের পশ্চিমে প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলগুলো ছাড়া খালি চোখে অর্ধচন্দ্র দেখার কোনও সম্ভাবনা নেই বলে জানিয়েছে সংস্থাটি।
ওইদিন চাঁদের অবস্থান কেমন থাকবে
২৯ মার্চ কিছু আরব ও মুসলিম দেশের শহরে অর্ধচন্দ্রের অবস্থান কেমন থাকবে সে ব্যাপারে ধারণা দিয়েছে সংস্থাটি। তারা বলেছে ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় সূর্যাস্তের ছয় মিনিট আগে চাঁদ অস্ত যাবে। ফলে সেখানে কোনোভাবেই চাঁদ দেখা যাবে না।
ওমানের রাজধানী মাসকাটে ওইদিন চাঁদ সূর্যাস্তের ৫ মিনিট পর অস্ত যাবে। ওই সময় চাঁদটির বয়স থাকবে ১ ঘণ্টা ৪৮ মিনিট এবং সূর্য থেকে এটির দূরত্ব থাকবে মাত্র ১ দশমিক ৫ ডিগ্রি। অপরদিকে সৌদির মক্কায় সূর্যাস্তের 8 মিনিট পর চাঁদ অস্ত যাবে, তখন এটির বয়স থাকবে ৩ ঘন্টা ২৮ মিনিট, এবং সূর্য থেকে এটির দূরত্ব থাকবে মাত্র ২ দশমিক ২ ডিগ্রি। এছাড়া জর্ডানের আম্মান এবং ফিলিস্তিনের জেরুজালেমে, চাঁদ সূর্যাস্তের ১১ মিনিট পর অস্ত যাবে। ওই সময় চাঁদটির বয়স থাক ৩ ঘন্টা ৫৫ মিনিট। এবং সূর্য থেকে চাঁদটির দূরত্ব থাকবে মাত্র ২ দশমিক ৩ ডিগ্রি।
উপরোল্লেখি এসব অঞ্চলে ওইদিন খালি চোখে অথবা টেলিস্কোপের মাধ্যমে অর্ধচন্দ্র দেখা অসম্ভব। কারণ এই অঞ্চলগুলাতে চাঁদ "ড্যানজন" সীমার নিচে থাকবে।
এক ফরাসি জ্যোতির্বিজ্ঞানী জানিয়েছিলেন, সূর্য থেকে চাঁদের দূরত্ব প্রায় সাত ডিগ্রির কম হলে খালি চোখে বা টেলিস্কোপ দিয়ে অর্ধচন্দ্র দেখা অসম্ভব। তার এই মতকে সমর্থন জানিয়েছিল অর্ধচন্দ্র বিষয়ক জ্যোতির্বিদরা।
সূত্র: গালফ নিউজ
প্রকাশক ও সম্পাদক : মোঃ নিজাম উদ্দিন, নির্বাহী সম্পাদক : আইয়ুব আলী অফিস ; খান কমপ্লেক্স, সোনারপাড়া, শিবগঞ্জ, সিলেট। যোগাযোগ : প্রকাশক ও সম্পাদক : ০১৭৩৭-৩০৪৭৫১। ই-মেইল : sylhetbuletin@gmail.com
All rights reserved © 2025 sylhet buletin