শিরোনাম
ভালো কাজের’ লোভ দেখিয়ে মানুষ বিক্রি সিলেটের শাহনাজ ও মুরাদ কা রা গা রে সাবেক কাউন্সিলর মুহিবুর রহমান সাধুর স্মরণে বৌলা গ্রামবাসীর সভা সিসিকের অদৃশ্য প্রজেক্ট দেখিয়ে ১২ কোটি টাকা আত্মসাৎ সুনামগঞ্জে জাতীয় আইন সহায়তা দিবসে সভা ও র‍্যালী অনুষ্ঠিত  চীন-বাংলাদেশ মৈত্রী হাসপাতাল প্রতিষ্ঠায় গর্বের বাকেরগঞ্জের পক্ষ থেকে স্মারকলিপি প্রদান জগন্নাথপুরে ২৫ পিস ইয়াবা সহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার চাঁপাইনবাবগঞ্জে উৎসবমুখর পরিবেশে জাতীয় আইনগত সহায়তা দিবস উদযাপন সিলেটে ভাই হয়ে বোনের কাছে বিশ লক্ষ টাকা চাঁদা দাবি, শংকিত প্রবাসী পরিবার ! পীরগঞ্জে স্কুল শিক্ষকের রাজস্বীক বিদায়
মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫, ০৮:৪৫ পূর্বাহ্ন

ইবনেসিনা হাসপাতালের ডিজিটাল বোর্ডে ‘জয়বাংলা’ ‘জয়বঙ্গবন্ধু’শ্লোগান প্রদর্শিত! 

স্টাফ রিপোর্টার / ৪৪ Time View
Update : বৃহস্পতিবার, ২০ মার্চ, ২০২৫

নিজস্ব প্রতিবেদক:

সিলেট নগরীর অন্যতম ব্যস্ততম এলাকা সোবহানীঘাট ওভারব্রিজের ওপর নির্মিত হাসপাতালের ডিজিটাল বোর্ডে প্রদর্শিত হয়েছে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ লেখা শ্লোগান। বুধবার রাত ১টার দিকে সোবহানীঘাট এলাকার ওভারব্রিজের ওপর নির্মিত হাসপাতালের ডিজিটাল বোর্ডে এ লেখা ভেসে ওঠে বলে জানিয়েছেন ইবনে সিনা হাসপাতাল সিলেট লিমিটেডের ডিএমএস কর্নেল (অব.) ডা. রুকনুল ইসলাম চৌধুরী।

সংশ্লিষ্ট সূত্র জানায়, বুধবার গভীর রাতে ডিজিটাল সাইনবোর্ডটিতে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ লেখা দেখতে পান তারা। বেশ কয়েক মিনিট এই স্লোগানটি প্রদর্শিত হলে উৎসুক জনতা ছবি ও ভিডিও ধারণ করেন।

এমন ঘটনার বিষয়টি জানতে পেরে হাসপাতাল কর্তৃপক্ষ ডিজিটাল বোর্ডটির বিদ্যুৎ সঞ্চালন লাইন বন্ধ করে দেন।পরে রুকনুল ইসলাম চৌধুরী সংবাদ বিজ্ঞপ্তিতে বলেন, বৃহস্পতিবার আনুমানিক রাত ১টায় ইবনে সিনা হাসপাতাল সিলেট লিমিটেডের নবনির্মিত ওভারব্রিজে স্থাপিত এলইডি বোর্ডে হাসপাতালের নীতি ও মূল্যবোধের পরিপন্থী একটি বিতর্কিত রাজনৈতিক শ্লোগান প্রদর্শিত হওয়ার বিষয়টি হাসপাতাল কর্তৃপক্ষের নজরে আসে।

এ ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটন এবং দায়ীদের চিহ্নিত করার লক্ষ্যে সিলেট ইবনে সিনা হাসপাতালের পরিচালক ডা. মুদাব্বির হোসেনকে আহ্বায়ক করে ৪ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এ কমিটিকে আগামী ২৪ ঘণ্টার মধ্যে তদন্ত প্রতিবেদন দেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে বলেও সংবাদ বিজ্ঞপ্তিতে জানান হয়েছে।

রুকনুল ইসলাম চৌধুরী আরও বলেন, “হাসপাতাল কর্তৃপক্ষ সবাইকে আশ্বস্ত করতে চায় যে, এ ধরনের যে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হবে এবং যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ