মো: সোহেব আহমদ:
বাংলাদেশ কমিউনিটি তুখ, ফ্রান্সের উদ্যোগে এক বিশেষ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। প্যারিসের অদূরে তুখ শহরে আয়োজন করা এ অনুষ্ঠানে প্রবাসীদের উপস্থিতি ছিল লক্ষণীয়।
অনুষ্ঠানটি পরিচালনা করেন বাংলাদেশ কমিউনিটি তুখের সাধারণ সম্পাদক মুজাক্কির লোদী ও সহ-সাংগঠনিক সম্পাদক তানভীর আহমদ মুন্না। এতে উপস্থিত ছিলেন তুখ কমিউনিটির জ্যেষ্ঠ নেতা সুমন আনসারি, আশরাফ আহমদ, সাইফুর রহমান, মুজিবুর রহমান, মিজানুল ইসলাম, শিমুল আহমদ, ফয়ছল আহমদ, শিপলু আহমদ, জামান আহমদ, আহমেদ মিছবাহসহ সাজু ইসলাম, আহমদ আব্দুল্লাহ, রায়হান, আরিফ হোসেন, মুন্তাছির লোদী, আব্দুর রাকিব, জামিল, সুমন, অনিক, মাহাদী, মিজান, হাসান ও কামরুলসহ কমিউনিটির নেতৃবৃন্দ।
বক্তারা দেশের অসহায় মানুষের কল্যাণে সহযোগিতার আহ্বান জানান এবং তুখ শহরে বসবাসরত প্রবাসীদের উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার গুরুত্ব তুলে ধরেন।
প্রকাশক ও সম্পাদক : মোঃ নিজাম উদ্দিন, নির্বাহী সম্পাদক : আইয়ুব আলী অফিস ; খান কমপ্লেক্স, সোনারপাড়া, শিবগঞ্জ, সিলেট। যোগাযোগ : প্রকাশক ও সম্পাদক : ০১৭৩৭-৩০৪৭৫১। ই-মেইল : sylhetbuletin@gmail.com
All rights reserved © 2025 sylhet buletin