নরসিংদী প্রতিনিধি:
নরসিংদীর মনোহরদী উপজেলার একদুয়ারিয়া এলাকায় অস্ত্র ও গুলি বিক্রির সময় হাতে নাতে দুই অস্ত্র ব্যবসায়ী ধরা পড়েছে। শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পুলিশ তাদের গ্রেফতার করে।
নরসিংদীর পুলিশ সুপার আব্দুল হান্নান গণমাধ্যম কে জানান, অস্ত্র ও গুলি সহ গ্রেফতারকৃতরা হলেন শিবপুর উপজেলা আশ্রাফপুর গ্রামের মামুন প্রধান (৩৬), ও আজিম খান (২৫)। তাদের কাছ থেকে ২ টি পিস্তল, ২ রাউন্ড গুলি ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।
পুলিশ জানায়, এই চক্রটি দীর্ঘদিন অবৈধ অস্ত্র ব্যবসায়ের সাথে জড়িত। নরসিংদী সহ আশেপাশের এলাকায় করছিল বলে ধারণা করা হচ্ছে। অবৈধ অস্ত্র চক্রের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
প্রকাশক ও সম্পাদক : মোঃ নিজাম উদ্দিন, নির্বাহী সম্পাদক : আইয়ুব আলী অফিস ; খান কমপ্লেক্স, সোনারপাড়া, শিবগঞ্জ, সিলেট। যোগাযোগ : প্রকাশক ও সম্পাদক : ০১৭৩৭-৩০৪৭৫১। ই-মেইল : sylhetbuletin@gmail.com
All rights reserved © 2025 sylhet buletin