শেরপুর প্রতিনিধি:
রহমত, মাগফিরাত ও নাজাতের মাস পবিত্র মাহে রমজান উপলক্ষে শেরপুর জেলা পুলিশের উদ্যোগে পুলিশ লাইন্স মেসে এক বিশেষ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৪ মার্চ) পুলিশ লাইন্স মেসে এই মাহফিলে জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্য ও সিভিল স্টাফদের সাথে এই ইফতার শেরপুর জেলার পুলিশ সুপার জনাব মোঃ আমিনুল ইসলামসহ পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব মোঃ মিজানুর রহমান ভূঁঞা, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) জনাব শাহ শিবলী সাদিক, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জনাব মোঃ আবদুল করিম, সহকারী পুলিশ সুপার (নালিতাবাড়ী সার্কেল) জনাব আফসান-আল-আলমসহ জেলার অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।
ইফতার মাহফিলে পুলিশ লাইন্স জামে মসজিদের পেশ ইমাম দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন।
উল্লেখ্য, রমজানের শুরু থেকেই পুলিশ সুপারের উদ্যোগে পুলিশ লাইন্স মেসে নতুন খাদ্য তালিকা অনুসারে মানসম্মত ইফতার ও সেহরির ব্যবস্থা করা হয়েছে, যা পুলিশ সদস্যদের সার্বিক সুস্থতা নিশ্চিত করবে।
প্রকাশক ও সম্পাদক : মোঃ নিজাম উদ্দিন, নির্বাহী সম্পাদক : আইয়ুব আলী অফিস ; খান কমপ্লেক্স, সোনারপাড়া, শিবগঞ্জ, সিলেট। যোগাযোগ : প্রকাশক ও সম্পাদক : ০১৭৩৭-৩০৪৭৫১। ই-মেইল : sylhetbuletin@gmail.com
All rights reserved © 2025 sylhet buletin