জয়পুরহাট প্রতিনিধিঃ
জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার হাজারের অধিক আদিবাসীদের মাঝে উপকরণ বিতরণ করা হয়েছে। শুক্রবার সকালে উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে অফিস চত্বরে আদিবাসীদের মাঝে উপকরণ বিতরণের উদ্বোধন করেন নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা রোমানা রিয়াজ। এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ হাসান আলী ও উপজেলার সুফলভোগী আদিবাসীরা। প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ হাসান আলী বলেন, সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর আর্থ -সামাজিক ও জীবন মানোন্নয়নের লক্ষ্যে সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় এবছর ৩৮৪'টি সুফলভোগী পরিবারের প্রত্যেকের মাঝে ৫৯ কেজি মুরগীর খাবার প্রদান করা হচ্ছে। তিনি আরো বলেন, ইতিপূর্বে উপজেলার ৬৬৬'টি পরিবারের মাঝে ৫০ কেজি মুরগির খাবার দেওয়া হয়েছে।
প্রকাশক ও সম্পাদক : মোঃ নিজাম উদ্দিন, নির্বাহী সম্পাদক : আইয়ুব আলী অফিস ; খান কমপ্লেক্স, সোনারপাড়া, শিবগঞ্জ, সিলেট। যোগাযোগ : প্রকাশক ও সম্পাদক : ০১৭৩৭-৩০৪৭৫১। ই-মেইল : sylhetbuletin@gmail.com
All rights reserved © 2025 sylhet buletin