সিলেট বুলেটিন ডেস্ক;
কক্সবাজার জেলার চকোরিয়া মালুমঘাট হাইওয়ে থানা পুলিশের গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ১ পুলিশ সদস্য নিহত ও ৪ জন গুরতর আহত হয়েছে বলে জানা গেছে।
শুক্রবার (১৪ মার্চ) দিবাগত রাত ২ টার সময় ডিউটিরত অবস্থায় ডুলাহাজারা ইউনিয়নের রিংভং সোয়াজানিয়া এলাকায় এঘটনা ঘটে বলে জানা যায়।
এ ঘটনায় নিহত ব্যক্তি হলেন- চকোরিয়া মালুমঘাট হাইওয়ে থানায় কর্মরত পুলিশের কনস্টেবল নাজমুল হাসান। এছাড়াও গুরতর আহত ৪ পলিশ সদস্য হলেন, এসআই জিয়া উদ্দিন ভূইয়া, কনস্টেবল অলি আহমদ, সাইফুল ইসলাম ও নুরুল আলম।
এবিষয়ে নিশ্চিত করেছেন মালুমঘাট হাইওয়ে পুলিশের ইনচার্জ মো. মেহেদী হাসান। এসময় তিনি আরো বলেন, ডিউটিরত অবস্থায় হঠাৎ হাইওয়ে পুলিশের গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গিয়ে গাছের সাথে জোরে ধাক্কা লাগে।
পরে খবর পেয়ে সেখান থেকে ৫ পুলিশ সদস্যকে উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক কনস্টেবল নাজমুল হাসানকে মৃত ঘোষণা করেন এবং অপর ৪ জনের মধ্যে ৩ জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা দিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয় এবং ১জন চকরিয়া সরকারি হাসপাতালে চিকিৎসাধীন আছে বলে জানান তিনি।
প্রকাশক ও সম্পাদক : মোঃ নিজাম উদ্দিন, নির্বাহী সম্পাদক : আইয়ুব আলী অফিস ; খান কমপ্লেক্স, সোনারপাড়া, শিবগঞ্জ, সিলেট। যোগাযোগ : প্রকাশক ও সম্পাদক : ০১৭৩৭-৩০৪৭৫১। ই-মেইল : sylhetbuletin@gmail.com
All rights reserved © 2025 sylhet buletin