মুমিনুল ইসলাম মনিয়া – কানাইঘাট থেকে:
সিলেটের কানাইঘাট উপজেলায় সড়ক দুর্ঘটনায় মারুফ আহমদ (১৮) নামে এক কলেজ ছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার (১৪ মার্চ) দুপুরে কানাইঘাট পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের রামপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মারুফ পৌরসভার ডালাইচর গ্রামের বাসিন্দা ও স্থানীয় ফল ব্যবসায়ী ফারুক আহমদের ছেলে। তিনি কানাইঘাট সরকারি কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী ছিলেন এবং পাশাপাশি একটি ইলেকট্রনিক্স দোকানের ব্যবসায় যুক্ত ছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, মিষ্টান্ন প্রস্তুতকারক প্রতিষ্ঠান মিঠাই সুইটমিটের একটি গাড়ি বাইসাইকেলে থাকা মারুফকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে কানাইঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আওয়াল বিষয়টি নিশ্চিত করে জানান, দুর্ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করেছে। ঘাতক গাড়িচালককে আটকের চেষ্টা চলছে।
এ ঘটনায় স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। তারা দ্রুত ঘাতক চালকের গ্রেপ্তার এবং দোষীদের শাস্তির দাবি জানিয়েছেন।