সিলেট বুলেটিন ডেস্ক
ধর্ষণ ও নিপীড়নবিরোধী বিক্ষোভ সমাবেশের আয়োজন করে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) ঢাকা মহানগর উত্তর কমিটি।
সারা দেশে অব্যাহত ধর্ষণ, খুন, নৈরাজ্য, সন্ত্রাস প্রমাণ করে দেশ পরিচালনায় অন্তর্বর্তী সরকার ব্যর্থ হচ্ছে—এ কথা বলেছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সাধারণ সম্পাদক রুহিন হোসেন (প্রিন্স)।
তিনি বলেছেন, মাগুরার সেই শিশুর মৃত্যু লজ্জিত ও অপরাধী করে দেয়। রক্তাক্ত অভ্যুত্থান–পরবর্তী বাংলাদেশে এমন ঘটনা, এমন মৃত্যু কীভাবে ঘটে চলেছে?
শুক্রবার(১৪মার্চ) সকালে রাজধানীর পল্টন মোড়ে ধর্ষণ ও নিপীড়নবিরোধী বিক্ষোভ সমাবেশে রুহিন হোসেন এ কথা বলেন। ‘খুন, ধর্ষণ, নিপীড়ন: রুখে দাঁড়াও জনগণ’ শিরোনামে এই সমাবেশের আয়োজন করে সিপিবির ঢাকা মহানগর উত্তর কমিটি।
রুহিন হোসেন বলেন, শুধু নতুন রাজনৈতিক দলকে উৎসাহ দিলেই গণতান্ত্রিক পরিবর্তন ঘটে না। মব সন্ত্রাসের পরিপ্রেক্ষিতে রহস্যময় নির্লিপ্ততা, উদ্যোগ গ্রহণে দীর্ঘসূত্রতা জনমনে ক্ষোভ সৃষ্টি করছে।
অবিলম্বে ন্যূনতম সংস্কার করে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের দাবি জানান রুহিন হোসেন। তিনি বলেন, জনগণের ভোটের অধিকার নিশ্চিত না হলে, জনগণের ম্যান্ডেটে সরকার গঠন না হলে দেশে স্থিতিশীলতা আসবে না, অব্যাহত নারী নির্যাতন বন্ধ হবে না এবং গণমানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত হবে না।
সমাবেশে সভাপতিত্ব করেন সিপিবির ঢাকা মহানগর উত্তরের সভাপতি সাজেদুল হক। তিনি বলেন, মাগুরার সেই শিশুর মৃত্যুতে সারা দেশের মানুষ ক্ষুব্ধ। সরকার খুন, ধর্ষণ কিংবা মব নৈরাজ্যকর পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পারছে না। তাদের নাকের ডগায় মব সন্ত্রাস চলছে।
সিপিবির ঢাকা মহানগর উত্তরের সাধারণ সম্পাদক লুনা নূর সমাবেশ সঞ্চালনা করেন। তিনি বলেন, বর্তমানে দেশের নারী সমাজ ভয়াবহ সময় পার করছে। চূড়ান্ত নিরাপত্তাহীনতায় দিন পার করছে। শুধু যে ধর্ষণ ও নারীর প্রতি নিপীড়নের মাত্রা বেড়েছে, তা নয়। মুক্তিযুদ্ধ ও সংবিধানবিরোধী অবস্থান থেকে নারীর প্রতি বিদ্বেষ ছড়ানো হচ্ছে।
এ সময় আরও বক্তব্য দেন সিপিবির ঢাকা মহানগর উত্তরের নেতা হাসান হাফিজুর রহমান, ক্ষেতমজুর নেতা মোতালেব হোসেন, নারীনেত্রী রোকেয়া বেগম প্রমুখ। সমাবেশের শুরুতে পল্টন এলাকায় তাঁরা একটি বিক্ষোভ মিছিল করেন।
প্রকাশক ও সম্পাদক : মোঃ নিজাম উদ্দিন, নির্বাহী সম্পাদক : আইয়ুব আলী অফিস ; খান কমপ্লেক্স, সোনারপাড়া, শিবগঞ্জ, সিলেট। যোগাযোগ : প্রকাশক ও সম্পাদক : ০১৭৩৭-৩০৪৭৫১। ই-মেইল : sylhetbuletin@gmail.com
All rights reserved © 2025 sylhet buletin