শিরোনাম
হরিরামপুরে বয়ড়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে দোয়া মাহফিল অনুষ্ঠিত । গোয়াইনঘাটে পুলিশের অভিযানে বিভিন্ন এজাহার ভুক্ত আসামি গ্রেফতার ৮ ভোলায় গ্রাম বাংলা জনকল্যাণ সংস্থার উদ্যোগে শীতবস্ত্র বিতরণ বাউফলে ইউনিয়ন বিএনপির কার্যালয়ে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগের অভিযোগ ময়মনসিংহের চরপাড়া এলাকায় যানজট নিরসনের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত  শিক্ষার্থীদের অংশগ্রহণে জাতীয় ক্রীড়া উৎসব  কানাইঘাটে থানার দালাল সফিরের ক্ষমতার বাহাদুরি গোয়াইনঘাটে স্থানীয় পুলিশের ‘লাইনম্যান’ পরিচয়ে বেপরোয়া চাঁদাবাজি নেপথ্যে কামাল ও আল-আমিন- গোয়াইনঘাটে প্রশাসনের হস্তক্ষেপে বন্ধ হলো বাল্যবিবাহ মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে বেগম খালেদা জিয়া ইতিহাসে অমর. সীমিত আয়ের মানুষের মাঝে শীতবস্ত্র বিতরন
শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০৩:৪৩ পূর্বাহ্ন

জলমহাল লু টে র অভিযোগে স্বেচ্ছাসেবক দল নেতার পদ স্থগিত

স্টাফ রিপোর্টার / ১৬৮ Time View
Update : বৃহস্পতিবার, ১৩ মার্চ, ২০২৫

সিলেট বুলেটিন ডেস্ক:

জলমহাল দখল ও লুটপাটের অভিযোগে মৌলভীবাজার জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জিএমএ মুক্তাদীর রাজুর পদ স্থগিত করেছে কেন্দ্রীয় কমিটি। বৃহস্পতিবার (১৩ মার্চ) স্বেচ্ছাসেবক দলের দপ্তর সম্পাদক আব্দুল্লাহ আল মামুনের সই করা প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল মৌলভীবাজার জেলা শাখার আহ্বায়ক জিএমএ মুক্তাদীর রাজুর দলীয় পদ স্থগিত করা হলো। এ সিদ্ধান্ত অনুমোদন করেন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি এস.এম জিলানী ও সাধারণ সম্পাদক রাজিব আহসান।

এর আগে মৌলভীবাজার সদর উপজেলার কনকপুর ইউনিয়নের ধলী বিল (হুরু হাওর) জলমহালের সেচে পানি কমিয়ে মাছ লুণ্ঠনের অভিযোগ উঠে মুক্তাদীর রাজুর বিরুদ্ধে। এ ঘটনায় গ্রামবাসী প্রতিরোধ গড়ে তুললে সংঘর্ষ হয়।

কনকপুর ইউনিয়নের বিএনপির সভাপতি প্রয়াত মো. ফজলুর রহমানের ভোগদখলে থাকা জলমহাল থেকে প্রায় ৮-১০ লাখ টাকার মাছ লুটে নেওয়ার অভিযোগ করেন উত্তরাধিকারী লন্ডন প্রবাসী তৌহিদুর রহমান।

তিনি বলেন, ধলী বিল জলমহাল নিয়ে মৌলভীবাজার সিনিয়র সহকারী জজ আদালতে মামলা চলমান। আদালতের আদেশে মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত বাদীর পক্ষে ভোগদখলের জন্য ইনজাংশন জারি হয়েছে। উচ্চ আদালত সিভিল রিভিশনে মামলাটি দ্রুত নিষ্পত্তির নির্দেশ এবং চলমান মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত উভয়পক্ষকে স্থিতাবস্থা বজায় রাখার নির্দেশ দেন।

তিনি অভিযোগ করে বলেন, সম্প্রতি রাজনৈতিক পটপরিবর্তনের পর মুক্তাদীর রাজু তার লোকজনকে দিয়ে জলমহালটি দখল করেন। তবে ১০ মার্চ রাত ১০টার দিকে স্থানীয় ছাত্র-জনতা অবৈধভাবে সেচ ও মৎস্য নিধনের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলেন। এতে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। বিলে চারটি মেশিন দিয়ে পানি কমিয়ে আমাদের ৮-১০ লাখ টাকার মাছ লুটে নেওয়া হয়। আমি বিএনপির সিনিয়র নেতাদের জানিয়েছি। তারা বলেছেন আইনগত ব্যবস্থা নেবেন। আমরা মামলার প্রস্তুতি নিচ্ছি।

এ বিষয়ে জিএমএ মুক্তাদীর রাজু বলেন, কেন্দ্রীয় নির্দেশ দেওয়ার আগে দলের কর্মী হিসেবে আত্মপক্ষ সমর্থনের সুযোগ থাকতো। যে ঘটনা নিয়ে একটি নিউজ হয়েছে এর সত্যতা পাইনি। ঘটনাটি দুটি ইউনিয়নের। আমার নিজ ইউনিয়ন কাগাবলার নড়িয়া ও কনকপুরের ভাদগাও মধ্যে এই জলমহাল নিয়ে প্রতিবছর মারামারি হয়। এবারও একইভাবে হয়েছে। আমি এখানে কাউকে বলিনি দখল করতে কাউকে মারতে। এখানে আমার কোনো সম্পৃক্ততা নেই।


এই ক্যাটাগরির আরো সংবাদ