শেরপুর প্রতিনিধি:
শেরপুরের ঝিনাইগাতীতে নির্বাচন কমিশনের (ইসি) অধীনে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) চাই দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৩ মার্চ) সকাল (১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত) উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে উপজেলা পরিষদের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
উক্ত মানববন্ধনে নির্বাচন অফিসের কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় জনপ্রতিনিধিরা, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ এবং সাধারণ নাগরিকরা অংশগ্রহণ করেন। উপজেলা নির্বাচন কর্মকর্তা জহিরুল হক বলেন, ২০০৮ সাল থেকে এখন পর্যন্ত নির্বাচন কমিশন সুশৃঙ্খলভাবে সকল নাগরিককে সেবা দিয়ে আসছে। বিগত সালে ফ্যাসিস সরকার থাকতে ইলেকশন কমিশন অন্য অধিদপ্তরে নেওয়ার চেষ্টা করেছিলো সেটি বাতিল করা হয়। কিন্তু বর্তমানে আবার অন্য ডিপার্টমেন্ট পায়তারা করছে এনআইডিকে তাদের দখলে নেওয়ার জন্য। আরও বলেন, এনআইডি হচ্ছে আমাদের সন্তানের মতো আমরা শুরু থেকে লালন-পালন করে এই পর্যন্ত নিয়ে এসেছি আমাদের দাবি এনআইডি যেন অন্য অধিদপ্তরে না দেওয়া হয়। যদি সরকার আমাদের দাবি না মেনে নেই পরবর্তীতে আমরা কর্তৃপক্ষের নির্দেশে অন্য কর্মসূচি হাতে নিবো।
অন্যান্য বক্তারা দ্রুত এই দাবি বাস্তবায়নের আহ্বান জানান এবং ভবিষ্যতে আরও বৃহত্তর কর্মসূচির ঘোষণা দেন। মানববন্ধনে উপস্থিত সকলে একসাথে শপথ নেন যে, তারা সুষ্ঠু ভোটাধিকার ও নাগরিক অধিকার রক্ষায় সচেষ্ট থাকবেন।
জাতীয় পরিচয়পত্র কার্যক্রম নির্বাচন কমিশনের অধীনে ফিরিয়ে আনতে সারা দেশে এই কর্মসূচি পালিত হয়েছে। ঝিনাইগাতীতেও এ আন্দোলনকে সমর্থন জানিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানিয়েছেন স্থানীয় জনগণ।
প্রকাশক ও সম্পাদক : মোঃ নিজাম উদ্দিন, নির্বাহী সম্পাদক : আইয়ুব আলী অফিস ; খান কমপ্লেক্স, সোনারপাড়া, শিবগঞ্জ, সিলেট। যোগাযোগ : প্রকাশক ও সম্পাদক : ০১৭৩৭-৩০৪৭৫১। ই-মেইল : sylhetbuletin@gmail.com
All rights reserved © 2025 sylhet buletin