সিলেট বুলেটিন ডেস্ক:
নেত্রকোনার বারহাট্টা উপজেলায় সামাজিক যোগাযোগ মাধ্যমে অসহায় এক পরিবারের খবর পেয়ে হাট বাজার করে বাড়িতে হাজির হয়েছেন বারহাট্টার ইউএনও খবিরুল আহসান। নেত্রকোনার বারহাট্টা উপজেলায় যোগদান করার পর থেকেই নিজের হাতে অসহায়দের সহযোগিতা করে যাচ্ছেন এই ইউএনও। ১১ মার্চ মঙ্গলবার দৈনিক কালবেলা প্রতিনিধির ফেইসবুকে বারহাট্টা উপজেলার রসুলপুর গ্রামের নূরুল ইসলামের পরিবার তিনদিন ধরে না খেয়ে রোজা রাখছে এমন একটি পোস্ট করা হলে বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা খবিরুল আহসান সহ অনেকের নজরে আসে।
১২ মার্চ বুধবার বেলা ৩ ঘটিকায় হাট -বাজার করে রসুলপুর গ্রামে অনাহারীদের বাড়িতে হাজির হয়েছেন ইউএনও সহ উপজেলার কয়েকজন কর্মকর্তা। এই সময় নূরুল ইসলাম এর হাতে চাল,ডাল,তেল,মোরগ, মসলা সহ বারহাট্টা সমাজ সেবা অফিসের পক্ষ থেকে সমাজ সেবা কর্মকর্তা এস এম গোলাম হোসেন তিন হাজার টাকার একটি নগদ চেক তুলে দেন। অসহায় নূরুল ইসলাম দীর্ঘ দিন আগে অটোরিকশা দূর্ঘটনায় আহত হয়। সেই থেকে ভারী কোন কাজ করতে পারে না। কৃষি কাজের উপর ভর করেই চলে ৬ জনের সংসার। নূরুল ইসলামের চার সন্তানের মধ্যে একটি মাত্র ছেলে, তার বয়স সবেমাত্র ৫ বছর। রোজার মাস ছাড়াও এই পরিবারটি সারা বছরই এক রকম রোজা পালন করে। হঠাৎ করে ইউএনও কে তার বাড়িতে বাজার সদাই নিয়ে হাজির হতে দেখে আনন্দে আত্মহারা হয়ে গেছে।
শুধু নূরুল ইসলাম না বারহাট্টা উপজেলায় যোগাদানের পর থেকে এমন মানবিক কাজ প্রতিনিয়তই করে যাচ্ছেন ইউএনও খবিরুল আহসান । কোন রকম পূর্ব প্রস্তুতি ছাড়াই তিনি এমন মানবিক কর্মকান্ড করে যাচ্ছেন। যখন যেখানে সমস্যা তখন সেখানেই তিনি স শরিরে হাজির হয়ে সমস্যা সমাধানের চেষ্টা করে যাচ্ছেন। অফিস টাইমের পরেই তিনি সাধারণ মানুষ কে সময় দেন এবং তাদের দুঃখ কষ্টের কথা শুনেন।
প্রকাশক ও সম্পাদক : মোঃ নিজাম উদ্দিন, নির্বাহী সম্পাদক : আইয়ুব আলী অফিস ; খান কমপ্লেক্স, সোনারপাড়া, শিবগঞ্জ, সিলেট। যোগাযোগ : প্রকাশক ও সম্পাদক : ০১৭৩৭-৩০৪৭৫১। ই-মেইল : sylhetbuletin@gmail.com
All rights reserved © 2025 sylhet buletin