স্বর্নজিত দেবনাথ:
রাজধানীতে আন্দোলনরত ইন্টার্ন চিকিৎসকদের উপর হামলার প্রতিবাদে স্বাস্থ্য উপদেষ্টার পদত্যাগ চেয়ে বিক্ষোভ করছেন সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকরা
বুধবার সন্ধ্যা ৭ টার দিকে হাসপাতাল চত্বরে এই বিক্ষোভ করেন তারা।
এসময় তারা স্বাস্থ্য উপদেষ্টার এক দফা দাবি নিয়ে নানা স্লোগান দেন।
এর আগে দুপুরে সিলেট কেন্দ্রীয় শহিদ মিনারে এমবিবিএস ডিগ্রি ছাড়া ডাক্তার পদবি ব্যবহার বন্ধসহ পাঁচ দফা দাবি আদায়ের লক্ষ্যে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালসহ সিলেটের পাঁচটি মেডিক্যাল কলেজ হাসপাতালের আন্দোলনরত ইন্টার্ন চিকিৎসকরা।
পরে হাইকোর্টের প্রথম দফা রায় তাদের পক্ষে আসায় বিক্ষোভ সমাপ্ত করে কর্মস্থলে ফিরে যান ইন্টার্ন চিকিৎসকরা।
প্রকাশক ও সম্পাদক : মোঃ নিজাম উদ্দিন, নির্বাহী সম্পাদক : আইয়ুব আলী অফিস ; খান কমপ্লেক্স, সোনারপাড়া, শিবগঞ্জ, সিলেট। যোগাযোগ : প্রকাশক ও সম্পাদক : ০১৭৩৭-৩০৪৭৫১। ই-মেইল : sylhetbuletin@gmail.com
All rights reserved © 2025 sylhet buletin