লক্ষ্মীপুর প্রতিনিধি:
দেশব্যাপী নারীদের বিরুদ্ধে সহিংসতা, নিপীড়ন ও ধর্ষণের প্রতিবাদ এবং ধর্ষকদের সর্বোচ্চ শাস্তির দাবিতে লক্ষ্মীপুরে মশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১১মার্চ) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে লক্ষ্মীপুর শহরে শিক্ষার্থীরা এ মিছিল শুরু হয়।
মিছিলটি লক্ষ্মীপুর আদর্শ সামাদ সরকারি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণ থেকে শুরু হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে উত্তর তেমুহনী এলাকায় গিয়ে শেষ হয়।
পরে সেখানে শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য রাখেন জাহিদ, মেহেদী হাসান, শুভ প্রমুখ।
এসময় তারা বলেন, দেশে ধর্ষণ, খুন, চুরি ছিনতাই বেড়ে চলেছে। আর এ বেড়ে যাওয়ার কারণ সরকারের ব্যর্থতা। আমরা শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে আন্দোলন করেছি, অন্তর্বর্তী সরকার যদি তাদের ব্যর্থতা কাটিয়ে স্বাভাবিক পরিস্থিতি না আনতে পারে তাহলে এ সরকারের বিরুদ্ধেও আমরা আন্দোলন করব। অচিরেই আমরা সকল ধর্ষককে আইনের আওতায় এনে শাস্তির দাবি জানাই।'
প্রকাশক ও সম্পাদক : মোঃ নিজাম উদ্দিন, নির্বাহী সম্পাদক : আইয়ুব আলী অফিস ; খান কমপ্লেক্স, সোনারপাড়া, শিবগঞ্জ, সিলেট। যোগাযোগ : প্রকাশক ও সম্পাদক : ০১৭৩৭-৩০৪৭৫১। ই-মেইল : sylhetbuletin@gmail.com
All rights reserved © 2025 sylhet buletin