শিরোনাম
সিলেটের নতুন পুলিশ সুপার হিসেবে যোগ দিলেন কাজী আখতার উল আলম সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশন মৌলভীবাজার জেলা শাখার অভিষেক ও আইডি কার্ড বিতরণ অনুষ্ঠিত।  সুনামগঞ্জে নতুন পুলিশ সুপারের দায়িত্ব গ্রহণ অনুষ্ঠানে” জেলার চোরাকারবারি, মাদকসহ সবধরনের অপরাধ দমন করার আশ্বাস প্রদান করেন—নবাগত পুলিশ সুপার   বিএনপির চেয়ারপার্সনের সুস্থতা কামনা করে দিরাই বিএনপির ও সহযোগি সংগঠনের উদ্যোগে জগন্নাথ মন্দিরে প্রার্থনা সভা সুনামগঞ্জে খুচরা সার বিক্রেতাদের লাইসেন্স বহাল ও নীতিমালা সংশোধনের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করেন সুনামগঞ্জে দোয়া মাহফিল ও দুস্থদের মাঝে খাবার বিতরণ করেন এড.নুরুল ইসলাম নুরুল দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনায় মানিকগঞ্জে দোয়া মাহফিল অনুষ্ঠিত। মল্লিকপুর বগি লাইনচ্যুত: তেলবাহী ওয়াগন ছিলো খালি তাই হয়নি ক্ষয়ক্ষতি  বিএনপির চেয়ারপার্সনের সুস্থতা কামনা করে সুনামগঞ্জ-৪(সদর ও বিশ্বম্ভরপুর) বিভিন্ন মসজিদে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত সিলেট নগরীর বন্দরবাজারে তালহা রেস্ট হাউজে ডিবির অ ভি যা ন ৫ জন গ্রে ফ তা র
সোমবার, ০১ ডিসেম্বর ২০২৫, ০৯:১৬ পূর্বাহ্ন

সিলেট আতঙ্ক; কালো গ্লাসের গাড়ী

স্টাফ রিপোর্টার / ১৩৭ Time View
Update : রবিবার, ৯ মার্চ, ২০২৫

আব্দুল মুক্তাদীর:

সারাদেশের ন্যায় সিলেটেও কালো গ্লাসের আড়ালে চোরাচালান, অবৈধ পণ্য, অপহরন, নির্যাতনের মত ঘটনা ঘটছে।

সিলেটের সীমান্তবর্তী এলাকায় প্রায়ই কালো গ্লাসের গাড়ী দেখতে পাওয়া যায়। এসব কালো গাড়ি দিয়ে হেরইন, মদ, ফেনসিডিল, ইয়াবা, অস্ত্র, গাড়ির পার্টস ইত্যাদি বহন করে থাকে।

এছাড়াও নগরীতে কালো গ্লাসের গাড়ি দিয়ে প্রায়ই অপহরন ও নারী নির্যাতনের খবর পাওয়া যায়। কালো গ্লাসের গাড়ি দিয়ে অনৈতিক কর্মকান্ড করে নিরাপদে গন্তব্যে পৌছে যায়। এসব গাড়ির ভিতরে কি হচ্ছে বা কি আছে বা কে আছে তা চিহ্নিত করা সাধারণ মানুষের জন্য কষ্টসাধ্য। ফলে কালো গ্লাসের গাড়ি দিয়ে বিভিন্ন অপকর্ম ও চোরাচালান সিলেটে বেড়েই চলেছে।

পুলিশের ধারণা কালো গ্লাসের গাড়ি গুলো ভিআইপিরা ব্যবহার করছে। কিন্তু ভিআইপির আড়ালে কালো গ্লাসের গাড়ি দিয়ে বিভিন্ন অপকর্ম চালিয়ে যাচ্ছে পুলিশের সামনেই। এ যেন দেখার কেউ নেই।

সম্প্রতি আওয়ামীলীগের জেলা ও থানা পর্যায়ের নেতাকর্মীর ও সাবেক এমপিরা কালো গ্লাসের গাড়ি দিয়ে আত্ম গোপনে রয়েছেন বা অনেকে দেশ ছেড়ে ভারতে পালিয়েছেন।

এ ব্যাপারে সচেতন মহল মনে

করেন কালো গ্লাসের গাড়ি গুলো যদি না থাকতো তাহলে আওয়ামী লীগের অনেক নেতাকমীর্রা পালাতে না পারত। এদিকে ৫ আগস্ট এর পর কালো গ্লাসের গাড়ী দিয়ে অপহরন ও চোরাচালান বৃদ্ধি পায়। পুলিশ সাদা গ্লাসের গাড়িগুলো চেক করে বা গোপন সংবাদের ভিত্তিতে কিছু কিছু চোরাচালান আটক করে। কিন্তু অপহরনের কর্মকান্ড চিহ্নিত করতে পারেনি কালো গ্লাসের গাড়ির কারণে।

২০১৪ সালের মে মাসের এসএমপির অভিযানের প্রায় পঞ্চাশটি গাড়ির বিরুদ্ধে মামলা দেয়া হয়েছিল। কিন্তু এর পর আর এখনো পর্যন্ত কালো গ্লাসের গাড়ির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়নি। ফলে দিনদিন বেড়েই চলেছে কালো গ্লাসের গাড়ির অপকর্ম। তবে এ ব্যাপারে এসএমপির সহকারি কমিশনারের সাথে আলাপকালে তিনি জানান, কালো গ্লাসের গাড়ি শুধু প্রথম শ্রেণির সরকারি কর্মকর্তারা ব্যবহার করতে পারবে। অন্যথায় আর কেউ ব্যবহার করতে পারবে না। তবে কালো গ্লাসের গাড়ির বিরুদ্ধে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে বলে জানান।


এই ক্যাটাগরির আরো সংবাদ