ফারুক মিয়া দোয়ারাবাজার( সুনামগঞ্জ) প্রতিনিধি:
সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার ‘ বগুলা রোছমত আলী রাম সুন্দর স্কুল এন্ড কলেজ’ গভর্নিং বডির (আ্যডহক) কমিটির সভাপতি হয়েছেন আরিফুল ইসলাম ( জুয়েল) বি.এসসি (অনার্স) এম.এসসি,
এল.এলবি। কমিটিতে সদস্য-সচিব করা হয়েছে সিরাজুল ইসলাম কে। তিনি ওই প্রতিষ্ঠানের অধ্যক্ষের দায়িত্বে রয়েছেন।
তিনি ০৮ নং বোগলাবাজার ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান। পাশাপাশি তিনি পেস্কারগাও ইসলামিয়া দাখিল মাদ্রাসার সাবেক সভাপতি।
গত বৃহস্পতিবার (৬ মার্চ ) সিলেট মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড অনুমোদিত কমিটির চিটি পেয়ে বিষয়টি জানতে পারেন 'বগুলা রোছমত আলী রাম সুন্দর স্কুল এন্ড কলেজ ’ কর্তৃপক্ষ। কমিটি গঠনের বিষয়টি নিশ্চিত করেছেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ আ্যডহক কমিটির নতুন সদস্য সচিব মোঃ সিরাজুল ইসলাম ।
তিনি জানান, সিলেট মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান’র আদেশক্রমে গত মঙ্গলবার (২৫-০২ -২০২৫) ওই কমিটি অনুমোদন করে সিলেট মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড কর্তৃপক্ষ।
মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক সিলেট শিক্ষা বোর্ড কর্তৃপক্ষ তাকে আগামী ছয় মাসের জন্য কলেজের ম্যানেজিং কমিটির সভাপতি পদে নির্বাচিত করেন।
ওই কমিটিতে শিক্ষক সদস্য করা হয়েছে( সুনামগঞ্জ জেলা শিক্ষা অফিসার মনোনীত) মোঃ জাহাঙ্গীর আলম কে এবং অভিভাবক সদস্য করা হয়েছে ( উপজেলা নির্বাহী অফিসার,দোয়ারাবাজার, সুনামগন্জ কর্তৃক মনোনীত ) মোহাম্মদ আব্দুল কুদ্দুছ কে।
প্রকাশক ও সম্পাদক : মোঃ নিজাম উদ্দিন, নির্বাহী সম্পাদক : আইয়ুব আলী অফিস ; খান কমপ্লেক্স, সোনারপাড়া, শিবগঞ্জ, সিলেট। যোগাযোগ : প্রকাশক ও সম্পাদক : ০১৭৩৭-৩০৪৭৫১। ই-মেইল : sylhetbuletin@gmail.com
All rights reserved © 2025 sylhet buletin