ছাতক ( সুনামগঞ্জ) প্রতিনিধিঃ
সুনামগঞ্জের ছাতকে পবিত্র রমজান মাসে দিনে-দুপুরে এক কিশোরীকে ধর্ষণের অভিযোগ উঠেছে স্থানীয় এক ইমামের বিরুদ্ধে ঘটনাটি ঘটেছে ছাতক থানার ১নং ইসলামপুর ইউনিয়নের বনগাঁও (উত্তরপাড়া) জামে মসজিদে।প্রত্যক্ষদর্শী ও স্থানীয়সুত্রে জানা যায়, অভিযুক্ত ইমাম দীর্ঘদিন ধরে মসজিদে ইমামতি করে আসছিলেন।
বৃহস্পতিবার দুপুরে মসজিদ সংলগ্ন এলাকায় এক কিশোরীকে নিয়ে সন্দেহজনক আচরণ করতে দেখে স্থানীয়রা তাকে চ্যালেঞ্জ করে। একপর্যায়ে কিশোরী কান্নাজড়িত কণ্ঠে ধর্ষণের কথা জানালে উত্তেজিত জনতা ইমামকে আটক করেন।
অভিযুক্ত ইমাম সিলেটের গোয়াইনঘাট উপজেলার বনী গ্রামের মৃত আব্দুল বারীর ছেলে। তার বিরুদ্ধে সোববার দুপুরে ভিকটিমের ফুফু সোনারা বেগম(৩০) বাদি হয়ে ছাতক থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০(সংশোধিত/০৩) এর ৯(১)তৎসহ ৫০৬(২) ধারায় মামলা দায়ের করেছেন।
মামলা সুত্রে জানাযায় পবিত্র রমজান মাস উপলক্ষে ঐ মসজিদে পবিত্র কোরআন শিক্ষা (দারুল কিরাআত) চলছিল।গত ৬ মার্চ যোহরের নামাজের বিরতির সময় অন্যান্য শিক্ষার্থীরা মসজিদ ত্যাগ করার পর ঐ ছাত্রীকে ইমামের কামরায় নিয়ে জোরপূর্বক ধর্ষন করে ঐ ইমাম। গ্রেফতার ও মামলা দায়েরের বিষয় নিশ্চিত করে ছাতক থানার অফিসার ইনচার্জ মোখলেছুর রহমান আকন্দ বলেন আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে।
প্রকাশক ও সম্পাদক : মোঃ নিজাম উদ্দিন, নির্বাহী সম্পাদক : আইয়ুব আলী অফিস ; খান কমপ্লেক্স, সোনারপাড়া, শিবগঞ্জ, সিলেট। যোগাযোগ : প্রকাশক ও সম্পাদক : ০১৭৩৭-৩০৪৭৫১। ই-মেইল : sylhetbuletin@gmail.com
All rights reserved © 2025 sylhet buletin