সিলেট প্রতিনিধি:
জার্মান বিএনপির দীর্ঘ ৪ বারের সভাপতি বর্র্তমান সহসভাপতি মোঃ আকুল মিয়া সুনামগঞ্জ- ২ দিরাই- শাল্লা আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী আকুল মিয়া বলেছেন, ফ্যাসিষ্ট হাসিনা সরকারের জুলুম অত্যাচারের কারণে দীর্ঘ ১৪ বছর আমি দেশে আসতে পারিনি।
হাসিনার পতনের পর মহান আল্লাহ পাকের অশেষ রহমতে স্বাধীন দেশে আসতে পেরেছি স্বাধীন ভাবে কথা বলতে পারছি।
তিনি বলেন আমি নেতা নই একজন কর্মী হিসাবে দলের জন্য কাজ করছি। আমি দিলাই ও শাল্লা বাসীর সেবা করতে চাই এবং দুটি উপজেলাকে মডেল উপজেলায় রূপান্তর করতে চাই। তিনি বলেন দলের একজন ত্যাগী কর্মী হিসাবে আশা করি আমি দলের মনোনয়ন পাবো ইনশাআল্লাহ। আমার প্রতি তিনবারের প্রধানমন্ত্রী দেশ নেত্রী মা খালেদা জিয়া ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের দোয়া আছে। উনার দোয়া নিয়েই আমি এলাকার উন্নয়নে আত্মনিয়োগ করব। ৬মার্চ বৃহস্পতিবার তিনি ড্যাব আয়োজিত আমান উল্লাহ কনভেনশন হলে ইফতার পার্টি অনুষ্ঠানে বিএনপির নেতৃবৃন্দদের সাথে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।