ব্রাহ্মণবাড়িয়ায় প্রতিনিধি:
ব্রাহ্মণবাড়িয়া নবীনগরে বাহরাইন প্রবাসী পারভেজ (সবুজ) স্ত্রী মোসাম্মৎ হাফসা আক্তার (২৩) এর রহস্যজনক মৃত্যু অভিযোগ উঠেছে। মঙ্গলবার (৪ মার্চ) সন্ধ্যায় ইফতারের কিছু আগ মুহূর্তে উপজেলাধীন কাইতলা দক্ষিণ ইউনিয়নে গোয়ালী গ্রামে এই ঘটনা ঘটে। নিহত মোসাম্মৎ হাফসা আক্তার ব্রাহ্মণবাড়িয়া জেলা কসবা উপজেলা বরিশল গ্রামের মোঃ মোখলেছ মিয়ার মেয়ে। নিহত মোসাম্মৎ হাফসা আক্তার পিতা মোখলেস মিয়া বলেন প্রায় ৩ বছর পূর্বে নবীনগর উপজেলা গোয়ালী গ্রামের আব্দুল সালাম মিয়ার ছেলে বাহারাইন প্রবাসী সবুজের সঙ্গে আমার মেয়ে মোসাম্মৎ হাফসা বিয়ে হয়। বিয়ে হওয়ার কয়েক মাস পর সবুজ প্রবাসে চলে যায় । যৌতুকের টাকা দাবি করে তখন থেকেই আমার মেয়ের কে শশুর শাশুড়ি ননদ মিলে নির্যাতন করতো । কাইতলা দক্ষিণ ইউনিয়ন ৮ নং ওয়ার্ডের মেম্বার মোঃ বাছির মিয়া কয়েক বার এ ব্যাপারে জানানো হলে তিনি কোন পদক্ষেপ নেন নাই। মোঃ বাছির মেম্বার বলেন
মঙ্গলবার ইফতারের তিন মিনিট পূর্বে সবুজ আমাকে ফোন করে বলেন তার স্ত্রী তার সাথে ফোনে ঝগড়া করে নাকি বিষ খেয়েছে। আমি দ্রুত তাদের বাড়িতে গিয়ে তার হাফসার সাথে কথা বলি সবুজের স্ত্রী হাফসা আমাকে বলে তিনটি কেড়ি বড়ি খেয়েছি। পড়ে আমি চিকিৎসার জন্য দ্রুত সিএনজি করে তাকে ব্রাহ্মণবাড়িয়া হাসপাতালে পাঠায় যাওয়ার । ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে যাওয়ার পথে সবুজের স্ত্রী হাফসা সে মারা যায়। নবীনগর থানা ইনচার্জ মোঃ আব্দুর রাজ্জাক বলেন বুধবার সকালে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে মরগে পাঠানো হয়। ময়নাতদন্ত প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
প্রকাশক ও সম্পাদক : মোঃ নিজাম উদ্দিন, নির্বাহী সম্পাদক : আইয়ুব আলী অফিস ; খান কমপ্লেক্স, সোনারপাড়া, শিবগঞ্জ, সিলেট। যোগাযোগ : প্রকাশক ও সম্পাদক : ০১৭৩৭-৩০৪৭৫১। ই-মেইল : sylhetbuletin@gmail.com
All rights reserved © 2025 sylhet buletin