মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধিঃ
টাঙ্গাইলের মধুপুরে এসইডিইপি প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৪ মার্চ) দুপুরে মধুপুর উপজেলা কৃষি অফিসের হল রুমে বাংলা-জার্মান সম্প্রীতি বিজিএস এর উদ্দ্যেগে জার্মান দাতাসংস্থা লিচব্রুক এর অর্থায়নে এসইডিইপি প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়।
বিজিএস এর নির্বাহী পরিচালক পাইংশৈউ মারমার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মধুপুর উপজেলা সহকারী কমিশনার ভুমি রিফাত আনজুম পিয়া। উক্ত অনুষ্ঠানে প্রকল্প উপস্থাপন করেন এসইডিপি প্রকল্প সমন্বয়কারী মোঃ মিলন চৌধুরী । মূলত প্রকল্পটি নারী ও কৃষক এসোসিয়েশন গঠনের মাধ্যমে আয় বৃদ্ধি, দরিদ্রতা দুরীকরণ ও নিরাপদ খাদ্য ও অধিকার নিশ্চিত করনের জন্য কাজ করে থাকে।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা সমাজ সেবা অফিসার মোঃ মোস্তফা হুসাইন, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা এবি এম খাইরুল আলম,উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা, ডাঃ শহিদুজ্জামান,মির্জাবাড়ী ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য মোঃ মনিরুজ্জামান, কারিতাসের এফ ও সুচনা রুরাউ এবং গোলাপী তুর্য প্রমুখ। এসময় আরো উপস্থিত ছিলেন সাংবাদিক বৃন্দ, , মাইক্রোফিনান্স প্রোগ্রামের ,উপ-পরিচালক,জুবায়ের সিদ্দীক, উপ-পরিচালক জগদীশ চন্দ্র রায় সহ অন্যান্যরা।
প্রকাশক ও সম্পাদক : মোঃ নিজাম উদ্দিন, নির্বাহী সম্পাদক : আইয়ুব আলী অফিস ; খান কমপ্লেক্স, সোনারপাড়া, শিবগঞ্জ, সিলেট। যোগাযোগ : প্রকাশক ও সম্পাদক : ০১৭৩৭-৩০৪৭৫১। ই-মেইল : sylhetbuletin@gmail.com
All rights reserved © 2025 sylhet buletin