জৈন্তাপুর প্রতিনিধি:
গত ২রা মার্চ “বড়গাং নদীতে বোমা মেশিন দিয়ে বালু পাথর উত্তোলন, শিরোনামে প্রকাশিত সংবাদের পর নজরে আসে বোমা মেশিন কান্ডের ঘটনা। অথচ এলাকাবাসির পক্ষ থেকে অবৈধ বোমা মেশিন বন্ধের জন্য উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে একাদিক লিখিত অভিযোগ দাখিল করলেও অজ্ঞাত কারনে কর্ণপাত করেননি উপজেলা প্রশাসন। অবশেষে পত্রিকায় সংবাদ প্রকাশের পর উপজেলা নির্বাহী অফিসারের নির্দেশনায় সোমবার বড়গাং নদীর রূপচেং এলকায় অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ফারজানা আক্তার লাবনী। এব্যাপারে সহকারী কমিশনার (ভূমি) ফারজানা আক্তার লাবনী তার ফেসবুক আইডিতে এক পোষ্টে লিখেন জৈন্তাপুর উপজেলার রূপচেং এলাকায় বোমা মেশিন দিয়ে পাথর ও বালু উত্তোলনের অভিযোগের সত্যতা পাওয়া যায়। মেশিনটিকে অকেজো করা হয়, ঘটনাস্থল থেকে আসামীরা পালিয়ে যাওয়ায় দন্ড প্রদান করা যায়নি। এলাকাবাসির দাবী বোমা মেশিনের সরঞ্জামগুলো দ্রুত অপসারণ করা প্রয়োজন, অন্যতায় আবারো বোমা মেশিন চালু হওয়ার আশংকা রয়েছে।
প্রকাশক ও সম্পাদক : মোঃ নিজাম উদ্দিন, নির্বাহী সম্পাদক : আইয়ুব আলী অফিস ; খান কমপ্লেক্স, সোনারপাড়া, শিবগঞ্জ, সিলেট। যোগাযোগ : প্রকাশক ও সম্পাদক : ০১৭৩৭-৩০৪৭৫১। ই-মেইল : sylhetbuletin@gmail.com
All rights reserved © 2025 sylhet buletin