নিজস্ব প্রতিবেদক:
সিলেট নগরীতে হকার কাজল মিয়াকে অপহরণের অভিযোগে সুনামগঞ্জের শান্তিগঞ্জ থানা পুলিশ যুবদল নেতা জয়দীপ চৌধুরী মাধবকে আটক করেছে।
সিলেটের কোতোয়ালী মডেল থানার অন্তর্গত জেলা পরিষদের সামনে ফুটপাত থেকে হকার কাজল মিয়াকে জয়দীপ চৌধুরী মাধব (৩৫) এর নেতৃত্বে সিএনজিতে করে অপহরণ করে জিন্দাবাজার সিতারা ম্যানশনে নিয়ে ছুরি দিয়ে ভয় দেখিয়ে ১৬৫০০ টাকা চাঁদা আদায় করে।পরে সে আরো ৩০০০০ টাকা চাঁদা দাবি করে এবং তাকে কিল ঘুষি লাথি মেরে লীলাফুলা জখম করে।পরবর্তীতে পুলিশের তৎপরতায় তাকে ছেড়ে দেয়। এমন ঘটনায় নগরীর রাজনীতি পাড়ায় চাঞ্চলের সৃষ্টি হয়েছে।
সংশ্লিষ্ট এক সূত্র জানিয়েছে, জয়দীপ চৌধুরী মাধব সিলেটে জাতীয়তাবাদী যুবদলের রাজনীতির সাথে জড়িত রয়েছে।তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে আরও বিস্তর
উক্ত ঘটনায় আব্দুল ওয়াহাবের সন্তান হকার কাজল মিয়া (৫০) বাদী হয়ে ১। জয়দীপ চৌধুরী মাধব (৩৮) সহ আরো ৭/৮ জন এর বিরুদ্ধে কোতোয়ালী মডেল থানায় মামলা রুজু করেন। মামলা নং -১।
মামলায় প্রধান আসামী করা হয়েছে সিলেট নগরীর দাঁড়িয়াপাড়া নিবাসী অজিত চৌধুরীর সন্তান জয়দীপ চৌধুরী মাধবকে ।
রবিবার ( ২ মার্চ )সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ থানার দেবকুনা গ্রামে সুনামগঞ্জ জেলা পুলিশের সহায়তায় অভিযান পরিচালনা করে মাধবকে গ্রেফতার করা হয়।
প্রকাশক ও সম্পাদক : মোঃ নিজাম উদ্দিন, নির্বাহী সম্পাদক : আইয়ুব আলী অফিস ; খান কমপ্লেক্স, সোনারপাড়া, শিবগঞ্জ, সিলেট। যোগাযোগ : প্রকাশক ও সম্পাদক : ০১৭৩৭-৩০৪৭৫১। ই-মেইল : sylhetbuletin@gmail.com
All rights reserved © 2025 sylhet buletin