শিরোনাম
হরিরামপুরে বয়ড়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে দোয়া মাহফিল অনুষ্ঠিত । গোয়াইনঘাটে পুলিশের অভিযানে বিভিন্ন এজাহার ভুক্ত আসামি গ্রেফতার ৮ ভোলায় গ্রাম বাংলা জনকল্যাণ সংস্থার উদ্যোগে শীতবস্ত্র বিতরণ বাউফলে ইউনিয়ন বিএনপির কার্যালয়ে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগের অভিযোগ ময়মনসিংহের চরপাড়া এলাকায় যানজট নিরসনের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত  শিক্ষার্থীদের অংশগ্রহণে জাতীয় ক্রীড়া উৎসব  কানাইঘাটে থানার দালাল সফিরের ক্ষমতার বাহাদুরি গোয়াইনঘাটে স্থানীয় পুলিশের ‘লাইনম্যান’ পরিচয়ে বেপরোয়া চাঁদাবাজি নেপথ্যে কামাল ও আল-আমিন- গোয়াইনঘাটে প্রশাসনের হস্তক্ষেপে বন্ধ হলো বাল্যবিবাহ মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে বেগম খালেদা জিয়া ইতিহাসে অমর. সীমিত আয়ের মানুষের মাঝে শীতবস্ত্র বিতরন
শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ০৫:১১ পূর্বাহ্ন

মিরপুরে জাতীয় ভোটার দিবস ২০২৫ পালিত 

স্টাফ রিপোর্টার / ১৬৯ Time View
Update : রবিবার, ২ মার্চ, ২০২৫

কুষ্টিয়া প্রতিনিধি

রবিবার ২ মার্চ ২০২৫ জাতীয় ভোটার দিবস। ‘তোমার আমার বাংলাদেশে, ভোট দেব মিলেমিশে’ এই প্রতিপাদ্যে সারাদেশে নানা কর্মসূচির মধ্য দিয়ে সপ্তমবারের মতো জাতীয় ভোটার দিবস পালন করা হয়।

এরই ধারাবাহিকতায় কুষ্টিয়ার মিরপুর উপজেলায় উপজেলা নির্বাচন অফিসের সার্বিক ব্যবস্থাপনায় সকাল ১১ টার সময় উপজেলা চত্বর থেকে এক বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালি শেষে ভোটারদের অধিকার ও দায়িত্ব নিয়ে কথা বলেন উপজেলা নির্বাহী অফিসার বিবি করিমুন্নেছা, এ সময় তিনি বলেন আমার ভোট আমি দেবো যাকে খুশি তাকে দেব এই মননশীলতার মধ্য দিয়ে একজন যোগ্য ও সৎ ব্যক্তিকে ভোট প্রদানের মধ্য দিয়ে জাতি ও মানুষের কল্যাণের দায়িত্ব অর্পণ করায় ভোটারদের অধিকার ও দায়িত্ব। একজনকে ভোটার হতে হলে তার বয়স ১৮ বছর হতে হবে জন্ম নিবন্ধন করতে হবে তারপরে সে ভোটার হতে পারবে। ভোটার হওয়ার সময় তার নাম পিতার নাম মাতার নাম সঠিক আছে কিনা এগুলো যাচাই করে দেখে তারপরেই ভোটার হওয়া উচিত।

উপজেলা নির্বাচন অফিসার নাসিম আহমেদ বলেন এটি সারাদেশেই জাতীয় দিবস হিসেবে পালিত হয় তাই আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশেই আমাদের উপজেলাতে দিবসটি পালন করা হচ্ছে। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার আব্দুল আল মামুন, মিরপুর প্রেসক্লাবের সভাপতি মারফত আফ্রিদি সহ উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীগণ।

২০১৮ সালের এপ্রিল মাসে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে ‘গণতন্ত্র, নির্বাচন ও ভোটাধিকার বিষয়ে সচেতনতা তৈরির লক্ষ্যে’ প্রতি বছরের ১ মার্চকে জাতীয় ভোটার দিবস হিসেবে উদযাপন করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ সরকার। তবে পরের বছর ২০১৯ সাল থেকে এই ভোটার দিবস উদযাপনের তারিখ পরিবর্তন করে ২ মার্চ করা হয়।

সর্বশেষ হালনাগাদ তথ্য অনুযায়ী, উপজেলাতে ভোটার সংখ্যা তিন লক্ষ। তবে নতুন ভোটার হবার জন্য ১৪ হাজার ৫০০ জন ফর্ম নিয়েছে এবং মৃত ভোটার সংখ্যা ৫ হাজার ৫০০ জনের তথ্য রয়েছে বলে নির্বাচন অফিসার জানিয়েছে।


এই ক্যাটাগরির আরো সংবাদ