সিলেটভিউ ডেস্ক
সুনামগঞ্জের শাল্লা উপজেলায় শ্রীহাইল গ্রামে ঘোষণা দিয়ে দুটি গ্রুপ সংঘর্ষে জড়িপড়ে। এসময় ভাড়ায় লোক এনে জড়ো করে।শনিবার সকাল হতে শুরু হওয়া এ সংঘর্ষ চলে দুই ঘণ্টাব্যাপী। এতে উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছে। সংঘর্ষের একপর্যায়ে বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে।সরকারি খাস জমি দখল ও আধিপত্য নিয়ে শ্রীমাইল গ্রামের আফজল মিয়া ও জুবায়ের আহমেদ ডালিম গ্রুপের মধ্যে এ সংঘর্ষ হয় বলে জানা যায়।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, আফজল উপজেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ডালিমের মধ্যে দীর্ঘদিন ধরে বিবাদ চলে আসছিল।এর জেরে দুপক্ষ একাধিকবার সংঘর্ষে জড়িয়েছে। হতাহতের ঘটনাও হয়েছে। এ নিয়ে একাধিক মামলা চলমান।
দুদিন আগ থেকেই আফজল মিয়ার গ্রুপ বিভিন্ন জায়গা থেকে দেশীয় অস্ত্র নিয়ে মারামারি করার জন্য ভাড়াটিয়া লোক এনে জমায়েত করে। এ নিয়ে ঘোষণাও দেন আফজল মিয়া।পূর্ব ঘোষণা অনুযায়ী শনিবার সকালে দুই গ্রুপ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এসময় কমপক্ষে ৫০টি বাড়িঘর ভাঙচুর ও লুটপাট করা হয়।
শাল্লা থানার ওসি শফিকুল ইসলাম বলেন, ‘সংঘর্ষ উত্তেজনার খবর পেয়ে পুলিশের একটি টিম সেখানে পাঠানো হয়। সেনা সদস্যরা ঘটনাস্থলে গেছেন। তারা ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের নিয়ে পরিস্থিতি শান্ত করেছেন।’
প্রকাশক ও সম্পাদক : মোঃ নিজাম উদ্দিন, নির্বাহী সম্পাদক : আইয়ুব আলী অফিস ; খান কমপ্লেক্স, সোনারপাড়া, শিবগঞ্জ, সিলেট। যোগাযোগ : প্রকাশক ও সম্পাদক : ০১৭৩৭-৩০৪৭৫১। ই-মেইল : sylhetbuletin@gmail.com
All rights reserved © 2025 sylhet buletin