সৈয়দ মহসীন হাবীব সবুজ, প্রতিনিধি:
পবিত্র মাহে রমজানের প্রথম দিনেই মানবতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন টাঙ্গাইলের জেলা প্রশাসক শরীফা হক। রোববার (২ মার্চ) জেলা প্রশাসনের আয়োজনে সরকারি শিশু পরিবার (বালিকা) ও সরকারি শিশু পরিবার (বালক)-এ এতিম শিশুদের সাথে ইফতার করেন তিনি।
রমজানের তাৎপর্য তুলে ধরে এক সংক্ষিপ্ত আলোচনা শেষে শিশুদের সঙ্গে ইফতার করেন জেলা প্রশাসক। তিনি বলেন, "রমজান আত্মশুদ্ধি, সংযম ও ভ্রাতৃত্ববোধের মাস। এই মাসের শিক্ষা হলো সবাইকে নিয়ে একসঙ্গে পথ চলা, পরস্পরের প্রতি সহমর্মী হওয়া।"
এসময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আব্দুল্যাহ আল মামুন, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মো. আক্তারুজ্জামান, সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক মাহবুব উল আলম খাসনবীশ, উপ-তত্ত্বাবধায়ক তানিয়া আক্তার প্রমুখ।
ইফতার মাহফিলে শিশুদের জন্য বিশেষ খাবারের ব্যবস্থা করা হয়। জেলা প্রশাসনের এই উদ্যোগে আনন্দিত হয় এতিম শিশুরা। তারা জেলা প্রশাসকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে এবং ভবিষ্যতেও এরকম আয়োজনের আশা ব্যক্ত করে।
রমজান শুধু উপবাসের মাস নয়, বরং এটি আত্মসংযম, দান-খয়রাত ও দুঃস্থদের পাশে দাঁড়ানোর শিক্ষা দেয়। জেলা প্রশাসনের এই আয়োজন সে শিক্ষাকেই বাস্তবে রূপ দিলো।
প্রকাশক ও সম্পাদক : মোঃ নিজাম উদ্দিন, নির্বাহী সম্পাদক : আইয়ুব আলী অফিস ; খান কমপ্লেক্স, সোনারপাড়া, শিবগঞ্জ, সিলেট। যোগাযোগ : প্রকাশক ও সম্পাদক : ০১৭৩৭-৩০৪৭৫১। ই-মেইল : sylhetbuletin@gmail.com
All rights reserved © 2025 sylhet buletin