সিলেট প্রতিনিধি:
নগরীর শাহজালাল উপশহর হাইস্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সম্পন্ন হয়েছে। শনিবার (১ মার্চ) দুপুরে স্কুল প্রাঙ্গণে অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানেু প্রধান শিক্ষক(ভারপ্রাপ্ত) মোহাম্মদ মাহমুদ হাসান এর সভাপতিত্বে এবং শিক্ষক আব্দুস সালাম ও নাজনীন চৌধুরীর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মহানগর বিএনপির সহ-সভাপতি সাবেক সিসিক কাউন্সিলর সৈয়দ মিসবাহ উদ্দিন। বক্তব্যে তিনি বলেন শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশ এবং দেশপ্রেম, শৃঙ্খলা ও নেতৃত্বের গুণাবলি অর্জনে ক্রীড়া প্রতিযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ক্রীড়া শুধুমাত্র বিনোদনের মাধ্যম নয়, এটি ব্যক্তিত্ব ও নৈতিকতার বিকাশেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা ও সুস্থ বিনোদনের প্রতিও খেলায় রাখা দরকার।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মহানগর দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর পিপি, শাহজালাল উপশহর হাইস্কুলের এডহক কমিটির সভাপতি বদরুল আহমদ চৌধুরী।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন সিনিয়র শিক্ষক মোস্তাক আহমদ চৌধুরী, মোঃ কাজল মিয়া, রফিকুল ইসলাম।
উপস্থিত ছিলেন নাজনীন চৌধুরী, শ্যামরোজ ইসলাম, শাহানাজ আক্তার, আবু বকর সিদ্দিকী, হোসেন মিয়া, নাজিম উদ্দিন, নাহিদ ইসরাত রুমকী, শ্যামলী আক্তার, নাছিমা আক্তার প্রমুখ।
শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মোস্তাক আহমদ চৌধুরী এবং অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা ও অভিভাবকদের মধ্যে হাড়ি ভাঙ্গাসহ বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করা হয়। শেষে ক্রীড়া প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথিসহ অতিথিবৃন্দ।
প্রকাশক ও সম্পাদক : মোঃ নিজাম উদ্দিন, নির্বাহী সম্পাদক : আইয়ুব আলী অফিস ; খান কমপ্লেক্স, সোনারপাড়া, শিবগঞ্জ, সিলেট। যোগাযোগ : প্রকাশক ও সম্পাদক : ০১৭৩৭-৩০৪৭৫১। ই-মেইল : sylhetbuletin@gmail.com
All rights reserved © 2025 sylhet buletin