লালমনিরহাট প্রতিনিধিঃ
কৃষক বাঁচাও, দেশ বাঁচাও এই স্লোগানকে সামনে রেখে লালমনিরহাটে হিমাগার কর্তৃক অতিরিক্ত ভাড়া বাড়ানোর প্রতিবাদে মানববন্ধন করেছেন আলু চাষী ও ব্যবসায়ীগণ।
শনিবার সকালে লালমনিরহাট সদর উপজেলার মহেন্দ্রনগর বাজারে এই মানববন্ধনে বিপুলসংখ্যক কৃষক ও আলু ব্যবসায়ীরা মানববন্ধনে অংশগ্রহণ করেন।
এ সময় চাষীরা অভিযোগ করে জানান, কৃষকদের সামর্থ্য বিবেচনা না করে হিমাগার কর্তৃপক্ষ দ্বিগুণ ভাড়া বৃদ্ধি করেছে। গত বছর কেজি প্রতি চার টাকায় আলু স্টোরজাত করা হলেও, এবারে তা বেড়ে দাঁড়িয়েছে আট টাকায়। এতে কৃষকদের জন্য বড় ধরনের আর্থিক চাপ সৃষ্টি হয়েছে, যা তাদের উৎপাদন খরচ মেটানোর জন্য বড় বাধা হয়ে দাঁড়িয়েছে।
এসময় আলু চাষী ও ব্যবসায়ীরা লালমনিরহাট-রংপুর মহাসড়কে আলু ও গাছের গুড়ি ফেলে ২ ঘন্টা ধরে সড়ক অবরোধ করেন।
এদিকে, এই প্রতিবাদ সভায় অংশগ্রহণকারীরা বলেন, হিমাগারের অতিরিক্ত ভাড়া বৃদ্ধি অবিলম্বে প্রত্যাহার করতে হবে, নয়তো এরপরে বৃহত্তর আন্দোলনের ডাক দিয়ে হিমাগার গুলোতে তালা ঝুলিয়ে দেওয়ার হুশিয়ারি প্রদান করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা অভিজিৎ চৌধুরী ঘটনাস্থলে এসে আলু চাষীদের সমস্যা সমাধানের আশ্বাস দিলে চাষীরা রাস্তা অবরোধ তুলে নেন এবং পরিস্থিতি স্বাভাবিক করেন। এসময় তিনি প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি প্রদানের পরামর্শ দেন।
প্রকাশক ও সম্পাদক : মোঃ নিজাম উদ্দিন, নির্বাহী সম্পাদক : আইয়ুব আলী অফিস ; খান কমপ্লেক্স, সোনারপাড়া, শিবগঞ্জ, সিলেট। যোগাযোগ : প্রকাশক ও সম্পাদক : ০১৭৩৭-৩০৪৭৫১। ই-মেইল : sylhetbuletin@gmail.com
All rights reserved © 2025 sylhet buletin