অনলাইন ডেস্ক:
ডাকাতিয়া নদীর লাকসাম অংশের নাব্যতা ফেরাতে প্রতিবন্ধকতা অপসারণের জন্য ৩২ সদস্য বিশিষ্ট কমিটি করেছে লাকসাম উপজেলা প্রশাসন।
২৪ ফেব্রুয়ারি ঘটিত ওই কমিটি ২৮ ফেব্রুয়ারি শুক্রবার থেকে কাজ শুরু করেছে। এক সময় লঞ্চ, পাল তোলা নৌকা চলাচল করতো ডাকাতিয়া নদীতে, এখন সাধারন নৌকাও চলার অবস্থা নেই।
ডাকাতিয়া নদীকে অতীতের অবস্থায় ফিরিয়ে আনার লক্ষ্যে নদীর পানি প্রবাহের প্রতিবন্ধকতা দূর করতে প্রশংসনীয় ভূমিকা নিয়েছেন লাকসামের ইউএনও কাউসার হামিদ৷
লাকসাম উপজেলা নির্বাহী অফিসার কাউছার হামিদের নেতৃত্বে গঠিত ওই কমিটি ডাকাতিয়া নদীর লাকসাম পৌরসভা অংশ, বাকই দক্ষিণ অংশ, মুদাফরগঞ্জ দক্ষিণ অংশ এবং গোবিন্দপুর ইউনিয়ন অংশে ডাকাতিয়া নদীর নাভ্যতা ফেরাতে তলদেশ পরিষ্কার অভিযান পরিচালনা করছে। ডাকাতিয়া নদীর উপর বিভিন্ন স্থানে ব্রিজ নির্মাণের সময় যে বাঁধ দেওয়া হয়েছে ওই বাঁধ পরবর্তীতে না সরানোর কারণে একটি স্থায়ী প্রতিবন্ধকতা তৈরি হয়েছে। এছাড়াও বিভিন্ন জায়গায় বাঁশের বেড়া দিয়ে বেসাল জালে মাছ ধরার কারণেও পানি প্রবাহে প্রতিবন্ধকতা
প্রকাশক ও সম্পাদক : মোঃ নিজাম উদ্দিন, নির্বাহী সম্পাদক : আইয়ুব আলী অফিস ; খান কমপ্লেক্স, সোনারপাড়া, শিবগঞ্জ, সিলেট। যোগাযোগ : প্রকাশক ও সম্পাদক : ০১৭৩৭-৩০৪৭৫১। ই-মেইল : sylhetbuletin@gmail.com
All rights reserved © 2025 sylhet buletin