সিলেট বুলেটিন ডেস্ক:
সিলেটের জকিগঞ্জে মাদকবিরোধী অভিযান চালিয়ে এক ইউপি সদস্যসহ দুই ভাইকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
বৃহস্পতিবার সকালে উপজেলার উত্তরকুল এলাকার নিজ বাড়ি থেকে তাদের আটক করা হয়। এসময় ৫০ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়। যার বাজারমূল্য আনুমানিক এক কোটি পঞ্চাশ লাখ টাকা। গ্রেপ্তাররা হলেন- উত্তরকুল গ্রামের মো. আব্দুল কাদির ও তার বড় ভাই মো. আব্দুল মুকিত ওরফে মুকুল। মুকুল বর্তমানে ৭ নম্বর বারঠাকুরী ইউনিয়ন পরিষদের সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। অভিযানের সময় তাদের বসতঘর ও ছাদের তালাবদ্ধ স্টোররুম থেকে ৫০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক পলাশ পাল জানান, গোপন সংবাদের ভিত্তিতে আমাদের দল অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার করেছে। আটকদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তারদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করে জকিগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।