নিজস্ব প্রতিবেদক:
আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হওয়ায় গুরুত্বপূর্ণ ও অপরাধপ্রবণ এলাকাগুলোতে যৌথ বাহিনীর চলমান কমবাইন্ড টহল সিলেট মহানগরীতে অব্যাহত রয়েছে।
বুধবার (২৬ ফেব্রুয়ারি) রাত ১১টার দিকে মহানগরের জালালাবাদ থানার আওতাধীন কুমারগাঁও এলাকায় সিলেট মেট্রোপলিটন পুলিশ এবং বাংলাদেশ সেনাবাহিনীর যৌথ চেকপোস্ট পরিচালনা করছে। এ সময় এই সড়কে চলাচল করা সন্দেহজনক সকল যানবাহনে তল্লাশি করা হয়।
মূল সড়কে চেকপোস্টের পাশাপাশি পাড়া মহল্লায় যৌথ বাহিনীর টহল চলমান রয়েছে বলে জানায় পুলিশ।
এর আগে মঙ্গলবার বিকাল ৩টার দিকে মহানগরের লাক্কাতুরা থেকে ক্যাডেট কলেজের মধ্যবর্তী স্থানে চেকপোস্ট পরিচালনা করা হয়।
প্রকাশক ও সম্পাদক : মোঃ নিজাম উদ্দিন, নির্বাহী সম্পাদক : আইয়ুব আলী অফিস ; খান কমপ্লেক্স, সোনারপাড়া, শিবগঞ্জ, সিলেট। যোগাযোগ : প্রকাশক ও সম্পাদক : ০১৭৩৭-৩০৪৭৫১। ই-মেইল : sylhetbuletin@gmail.com
All rights reserved © 2025 sylhet buletin