সিলেট বুলেটিন ডেস্ক:
জ্ঞানীই শক্তি,ক্রীড়াই বল এই স্লোগান কে সামনে রেখে নানা আয়োজনের মধ্য দিয়ে দুই দিনব্যাপী অনুষ্ঠিত হয়েছে টাংগাইল জেলা,মির্জাপুর উপজেলা, উয়ার্শী ইউনিয়নের ৬০ নং মসদই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৮৭ তম বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক ও পুরষ্কার বিতরনী অনুষ্ঠান -২০২৫।
২৫ ই ফেব্রুয়ারি রোজ মঙ্গলবার ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি জানিয়ে উক্ত অনুষ্ঠান শুরু হয়।অনুষ্ঠানে সম্মানিত সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন মসদই গ্রামের কৃতি সন্তান জনাব,সাদেক আহমেদ খান, সাধারণ সম্পাদক, জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল, কেন্দ্রীয় নির্বাহী কমিটি।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব,সাইদুর রহমান সাঈদ সোহরাব, সহ সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক, কেন্দ্রীয় কমিটি বিএনপি।চমৎকার বক্তব্য দিয়ে অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করেন, উক্ত অনুষ্ঠানের উদ্বোধক জনাব, ইঞ্জিনিয়ার আব্দুস সালাম খান,সাবেক প্রধান উপদেষ্টা ও সভাপতি সংযুক্ত আরব আমিরাত বিএনপি।
এছারাও সন্মানিত অথিতী হিসেবে উপস্থিত ছিলেন জনাব,আব্দুল বাসেত,সহ- সভাপতি, জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল, কেন্দ্রীয় নির্বাহী কমিটি। এবং জনাব,আসাদুজ্জামান খান সিটু,সাবেক চেয়ারম্যান উয়ার্শী ইউনিয়ন পরিষদ। উক্ত বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মশিউর রহমান এর চমৎকার সঞ্চালনায় অনুষ্ঠানটি পরিচালনা করা হয়েছে।তিনি সবার উদ্দেশ্যে বলেন বিদ্যালয়টির অনেক সমস্যা রয়েছে আশা করি সবাই মিলে সকল কিছুর সমস্যা সমাধান করে দিবেন।
অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের মাঝে মসদই জনকল্যাণ সমিতির সন্মানিত সভাপতি জনাব মোবারক উল্লাহ ( টয়) শিক্ষার্থীদের হাতে পুরুষ্কার তুলে দেন। অনুষ্ঠানে সম্মানিত প্রধান অতিথি চমৎকার বক্তব্য পেশ করেন। উক্ত অনুষ্ঠানটির মিডিয়া পার্টনার হিসেবে পাশে ছিলেন বাংলা ট্যালেন্ট টিভি,সাংবাদিক সাইদ আল মামুন ও সাংবাদিক আনোয়ার হোসেন, মির্জাপুর,টাংগাইল। অনুষ্ঠান শেষে বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থীরা চমৎকার নিত্য পরিবেশন করে দেখান।