কুমিল্লা প্রতিনিধি:
কুমিল্লা মহানগরীর ২৭নং ওয়ার্ড চৌয়ারা বালিকা উচ্চ বিদ্যালয়ে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ক্রীড়া প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। পড়াশোনার পাশাপাশি শারীরিক ও মানসিক বিকাশের জন্য প্রতি বছর বিদ্যালয় কর্তৃপক্ষ এ বার্ষিক ক্রীড়ার আয়োজন করে।
অনুষ্ঠানে শিক্ষার্থীদের মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান ও যেমন খুশি তেমন সাজো উপভোগ করেন প্রধান অতিথি,বিশেষ অতিথি ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক, শিক্ষিকা, আমন্ত্রিত অতিথি, অভিভাবক এবং স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ। অনুষ্ঠানে মোট ৩৯ টি ইভেন্টে অংশ নেয়া শিক্ষার্থীর মধ্যে প্রথম,দ্বিতীয় ও তৃতীয় স্থান লাভ করেছে তাদের পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ।
উক্ত অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আবুল কালামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক কুমিল্লা মোঃ তৌহিদুল ইসলাম।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চৌয়ারা ইসলামিয়া ফাযিল ডিগ্রি মাদ্রাসার
সহকারী অধ্যাপক মাওলানা সাইফুল হক চৌধুরী,সদর দক্ষিণ বিএনপি'র সাবেক যুবদল সভাপতি মিজানুর রহমান আজাদ,এডভোকেট মিজানুর রহমান মজুমদার,বিশিষ্ট ব্যবসায়ীক সমাজসেবক আবু হানিফ ও শাহ আলম।
এ সময় শিক্ষকদের মধ্যে আরো উপস্থিত ছিলেন,সহকারী শিক্ষিকা দীপ্তি রাণী দাস,সিনিয়র শিক্ষক আবুল বাশার,সিনিয়র শিক্ষীকা তাহসিন আরা,আন্জুমান আরা বেগমসিনিয়র শিক্ষক শহীদুল ইসলাম,ইকবাল হোসেন সহ অন্যান্যরা।
অনুষ্ঠানে অতিথিরা বলেন, রেজাল্টের পাশাপাশি মানবিক গুণাবলী অর্জন করতে হবে,শুধু রেজাল্টের দিকে ধাবিত হলে হবে না পাশাপাশি মানবিক গুণাবলী ও অর্জন করতে হবে।
প্রকাশক ও সম্পাদক : মোঃ নিজাম উদ্দিন, নির্বাহী সম্পাদক : আইয়ুব আলী অফিস ; খান কমপ্লেক্স, সোনারপাড়া, শিবগঞ্জ, সিলেট। যোগাযোগ : প্রকাশক ও সম্পাদক : ০১৭৩৭-৩০৪৭৫১। ই-মেইল : sylhetbuletin@gmail.com
All rights reserved © 2025 sylhet buletin