সিলেট বুলেটিন ডেস্ক:
গাজীপুর মহানগরের কাশিমপুর থানার ১ নং ওয়ার্ড মাধবপুর এলাকায় অবস্থিত ৭৩ নং মাধবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সম্প্রতি বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান সফলভাবে অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার ২৪ ফেব্রুয়ারি সকাল থেকে সারাদিনব্যাপী খেলাধুলা ও পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন। বিদ্যালয়ের মাঠে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ সাইফুল ইসলাম সরকার, কাউন্সিলর পদপ্রার্থী ১ নং ওয়ার্ড ও কাশিমপুর থানা বিএনপির সদস্য।
অনুষ্ঠানের প্রধান আলোচক ১ নং ওয়ার্ড বিএনপির সভাপতি জনাব মোঃ এনায়েত হোসেন মোল্লা। ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন ১ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক জনাব মোঃ আলমগীর হোসেন মন্ডল। পতাকা উত্তোলন করেন কাশিমপুর থানা শ্রমিকদলের সাবেক সভাপতি হাজী মোঃ হাবিবুর রহমান গায়েন।
অনুষ্ঠানের প্রধান পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত ছিলেন ১ নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক জনাব মোঃ নুরুল আলম সরকার। সভাপতিত্ব করেন গাজীপুর সদর উপজেলা শিক্ষা অফিসার জনাব মোঃ এমদাদুল কবির খান। এছাড়াও উপদেষ্টা মণ্ডলী ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষক ও স্থানীয় নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে উপদেষ্টা মণ্ডলী হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ শফিজ উদ্দিন মাস্টার, জনাব মোঃ শাহাজাহান ডিলার, হাজী মোঃ রমজান আলী মোল্লা, জনাব মোঃ সুরুজ্জামান গায়েন, হাজী মোঃ আব্দুল মোল্লা, জনাব মোঃ বেলায়েত হোসেন মন্ডল, হাজী মোঃ আব্দুল মজিদ পীর সাহেব, জনাব মোঃ কবির হোসেন মাস্টার, জনাব মোঃ জালাল মোল্লা, জনাব মোঃ রিয়াজ উদ্দিন মাস্টার, জনাব মোঃ নূরুল ইসলাম কন্ট্রাক্টর, জনাব মোঃ আব্দুর রহমান গায়েন, জনাব মোঃ আবু তালেব, জনাব মোঃ বেলাল হোসেন গায়েন এবং জনাব মোঃ সাকিব হাসান (নীল)।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ মাসুদ মন্ডল, জনাব মোঃ ফরহাদ হোসেন (কাশিমপুর থানা দিএনপির সাংগঠনিক সম্পাদক), জনাব মোঃ মোয়াজ্জেম মোল্লা, জনাব মোঃ ওমর ফারুক আশিক, জনাব মোঃ আফজাল হোসেন (জিয়া হল কাশিমপুর থানার সভাপতি), জনাব মোঃ জাহাঙ্গীর মন্ডল (হাজী সুপার মার্কেট, জিরানীবাজারের কর্ণধার), জনাব মোঃ মীর হোসেন মিরু (১ নং ওয়ার্ড বিএনপির কোষাধ্যক্ষ), জনাব মোঃ শুকুর মাহামুদ (কাশিমপুর থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য), জনাব মোঃ জাহাঙ্গীর আলম গায়েন (সহ-সভাপতি), জনাব মোঃ নাজমুল আহসান , জনাব মোঃ আমির হোসেন, জনাব মোঃ তাহেরুল ইসলাম মৃধা, জনাব মোঃ আসাদ মোল্লা, জনাব মোঃ মুনছুর মান্নাছ রাদি, জনাব মোঃ রাকিবুল ইসলাম রকি গায়েন, জনাব মোঃ নাহিদ পারভেজ, জনাব মোঃ মাসুদ মোল্লা, জনাব মোঃ শহিদুল ইসলাম শহিদ, জনাব মোঃ আলামিন, জনাব মোঃ জাহাঙ্গীর সরকার, জনাব মোঃ সাইফুল ইসলাম মন্ডল এবং জনাব মোঃ রাশেদুল আলম মন্ডল।
অনুষ্ঠানে শিক্ষার্থীদের অংশগ্রহণে বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়। প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের উপস্থিতিতে অনুষ্ঠানটি আনন্দঘন পরিবেশে সম্পন্ন হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও অন্যান্য শিক্ষকবৃন্দ অনুষ্ঠানের সফল আয়োজনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। অনুষ্ঠানের শেষে উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে সভাপতি অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।
প্রকাশক ও সম্পাদক : মোঃ নিজাম উদ্দিন, নির্বাহী সম্পাদক : আইয়ুব আলী অফিস ; খান কমপ্লেক্স, সোনারপাড়া, শিবগঞ্জ, সিলেট। যোগাযোগ : প্রকাশক ও সম্পাদক : ০১৭৩৭-৩০৪৭৫১। ই-মেইল : sylhetbuletin@gmail.com
All rights reserved © 2025 sylhet buletin