ভোলা প্রতিনিধি:
ভোলায় জাতীয় গোয়েন্দা সংস্থা ভোলার গোয়েন্দার হাতে ন্যাশনাল সিকিউরিটি ইন্টেলিজেন্স ইন বাংলাদেশ (এনএসআই) পরিচয়দানকারী জয় চন্দ্র দে (২৬) নামের এক ভূয়া এনএসআই সদস্য আটক করা হয়েছে।সোমবার (২৪ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২ টায় উপজেলার বাপ্তা ইউনিয়নের পুরাতন বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে ভোলা সদর মডেল থানা পুলিশ আটক করা হয়। আটককৃত ভুয়া এনএসআই জয় চন্দ্র দে উপজেলার বাপ্তা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মৃত হারাধন চন্দ্রের ছেলে।
বিকেল ৫টার দিকে অতিরিক্ত পুলিশ সুপার মো. আসাদুজ্জামান এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এ তথ্য জানান।
অতিরিক্ত পুলিশ সুপার জানান,জয় চন্দ্র দে নামের ওই ব্যাক্তি এনএসআই সদস্য পরিচয় দিয়ে সাধারণ মানুষদেরকে বিভিন্ন সরকারী দপ্তরে চাকুরী, বে-সরকারি প্রতিষ্ঠান এবং শিল্প প্রতিষ্ঠানে চাকুরী দেওয়ার মিথ্যা আশ্বাস দিতো। সর্বশেষ ভোলা শহরের বাসিন্দা সেলিম মৃধাকে চাকরী দেওয়ার নাম করে ১লক্ষ ২৫হাজার হাতিয়ে নেয়।
পরে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ভোলায় কর্মরত এনএসআই সদস্যসহ অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।আটককৃত ভুয়া এনএসআই সদস্যর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ভোলা সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
প্রকাশক ও সম্পাদক : মোঃ নিজাম উদ্দিন, নির্বাহী সম্পাদক : আইয়ুব আলী অফিস ; খান কমপ্লেক্স, সোনারপাড়া, শিবগঞ্জ, সিলেট। যোগাযোগ : প্রকাশক ও সম্পাদক : ০১৭৩৭-৩০৪৭৫১। ই-মেইল : sylhetbuletin@gmail.com
All rights reserved © 2025 sylhet buletin