জৈন্তাপুর প্রতিনিধি:
সিলেট তামাবিল মহাসড়কে ট্রাকের চাপায় দুইজন মোটরসাইকেল আরহীর নিহত হয়েছে। রবিবার ( ২৩ ফেব্রুয়ারি ) দুপুর দুইটায় জৈন্তাপুরের কাটাগাঙ এলাকায় এই ঘটনাটি ঘটে। এ ঘটনায় বাইকে থাকা অপর এক আরোহী গুরুতর আহত হয়েছেন।
নিহতরা হলেন, উপজেলার ডিবির হাওড় এলাকার মৃত আলি আহমেদের পুত্র দেলোয়ার হোসেন (২৪) ও আগফৌদ পাঁচসেউতি গ্রামের হাসান আলির পুত্র মো তোফায়েল (২৬)। আহত অপর জন হলেন, উপজেলার বিরাখাই এলাকার জালাল আহমেদের পুত্র সাব্বির আহমেদ (৩২)।
হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, রবিবার দুপুরে তিনজন একটি বাইক যোগে জৈন্তাপুর সদরে আসার পথে কাটাগাঙ এলাকায় এসে পৌছালে একটি মালবাহী ট্রাকের সঙ্গে বাইকের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থালে দুইজন মারা যান, ও একজন আহত হন। স্থানীদের খবরে তামাবিল হাইওয়ে থানা পুলিশের টিম স্হানীয়দের সহায়তায় মরদেহ ও আহতকে উদ্ধার করে জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নেওয়া হয়। পরে আহত সাব্বিরকে প্রাথমিক চিকিৎসা দিয়ে সিলেট এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন তামাবিল হাইওয়ে থানার ইনচার্জ মোহাম্মদ হাবিবুর রহমান। তিনি জানান, পুলিশ ঘটনাস্থলে পৌছে নিহতদের সুরতহাল প্রতিবেদন তৈরীর প্রস্তুতি নিয়েছে। মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে বলে তিনি নিশ্চিত করেছেন। ঘাতক ট্রাকটির অনুসন্ধান চলছে।
প্রকাশক ও সম্পাদক : মোঃ নিজাম উদ্দিন, নির্বাহী সম্পাদক : আইয়ুব আলী অফিস ; খান কমপ্লেক্স, সোনারপাড়া, শিবগঞ্জ, সিলেট। যোগাযোগ : প্রকাশক ও সম্পাদক : ০১৭৩৭-৩০৪৭৫১। ই-মেইল : sylhetbuletin@gmail.com
All rights reserved © 2025 sylhet buletin