বান্দরবান প্রতিনিধি :
বান্দরবানের লামা উপজেলার সরই ইউনিয়নে নির্বিচারে পাহাড় কাটার অপরাধে ফয়সাল আহমদ নামে এক যুবককে ৫ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত ।
শনিবার (২২ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টায় লামা উপজেলার সরই ইউনিয়নের লম্বখোলা এলাকায় এই অভিযান চালানো হয়।
লামা উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মঈন উদ্দিন অভিযানে নেতৃত্ব প্রদান করেন।
অভিযানে আটক ফয়সাল আহমেদ রাজশাহী জেলার পুঠিয়া এলাকার বাসিন্দা।
জানা যায়, উপজেলার সরই ইউনিয়নের লম্বাখোলা নামক স্থানে স্কেভেটর দিয়ে অবৈধভাবে পাহাড় কাটে। খবর পেয়ে অভিযান চালিয়ে তাকে হাতেনাতে ধরা হয়।
উপজেলা নির্বাহী অফিসার বলেন, অবৈধভাবে পাহাড় কাটার অপরাধে ফয়সালকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর ১৫ ধারায় ৫ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে। জনস্বার্থে এ ধরনে অভিযান অব্যাহত থাকবে।
প্রকাশক ও সম্পাদক : মোঃ নিজাম উদ্দিন, নির্বাহী সম্পাদক : আইয়ুব আলী অফিস ; খান কমপ্লেক্স, সোনারপাড়া, শিবগঞ্জ, সিলেট। যোগাযোগ : প্রকাশক ও সম্পাদক : ০১৭৩৭-৩০৪৭৫১। ই-মেইল : sylhetbuletin@gmail.com
All rights reserved © 2025 sylhet buletin