সিলেট বুলেটিন ডেস্ক:
মেডিকেল কলেজ হাসপাতালে ফায়ার ফাইটিং মহড়া অনুষ্ঠিত বৃহস্পতিবার সকাল ১১ ঘটিকার সময় গাজীপুর আউটপাড়ায় অবস্থিত সিটি মেডিকেল কলেজ হাসপাতালে মডার্ন ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স স্টেশন ব্রাঞ্চের মো: ইকবাল হোসেন পি এফ এম (সিনিয়র স্টেশন অফিসার) একটি চৌকস দলের তত্ত্বাবধানে অগ্নি নির্বাপন মহড়া অনুষ্ঠিত হয়।
উক্ত অগ্নি নির্বাপন মহড়ায় মো: ইকবাল হোসেন পি এফ এম অগ্নি নির্বাপনের জন্য বেশ কিছু সচেতনামূলক বক্তব্য তুলে ধরেন তিনি উপস্থিত মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক, কর্মকর্তা ও কর্মচারীগণকে বলেন যে আমরা বর্তমান আধুনিক যুগে বসবাস করি আমাদের জীবনযাত্রার মান ও আধুনিকরণ হয়েছে আমাদের জীবনের বিভিন্ন প্রয়োজনে প্রাকৃতিক গ্যাসের সিলিন্ডারের মাধ্যমে ঘরের রান্না ও বিভিন্ন শিল্প কলকারখানার গ্যাসের ব্যবহার করে থাকি এবং মাঝে মধ্যেই এ সমস্ত শিল্প কারখানা ও বাসা বাড়িতে আগুন লেগে যায়।
ইলেকট্রিক শট সার্কিট ও গ্যাসের মাধ্যমে এই আগুন কিভাবে নিভানো যায় সে বিষয়ে তিনি বেশ কিছু দিকনির্দেশনা মূলক বক্তব্য দেন তিনি আরো বলেন অগ্নি নির্বাপনের প্রথম ধাপ হল আগুনের উৎস অনুসন্ধান করা। নির্দিষ্ট কিছু অগ্নিনির্বাপন যন্ত্রের প্রয়োজন পড়ে। অতি সাধারণ যে যন্ত্র গুলো সাধারণ মানুষ ব্যবহারের মাধ্যমে আগুনের উৎস আগুনকে কিভাবে নেভানো যায় সে বিষয়ে উপস্থিত সকলকে একটি মহড়ার মাধ্যমে ধারণা দেন। উক্ত মহারায় উপস্থিত ছিলেন সিটি মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যাপক ডা. মোহাম্মদ গোলাম ইকবাল পরিচালক হাসপাতাল। সহযোগী অধ্যাপক ডা.মোরশেদ আলম শিশু বিভাগ ও মো:শেফায়েত উল্লাহ আসিফ (পরিচালক মার্কেটিং বিভাগ) তিনি হাসপাতালে ফায়ার ফাইটিং টিমকে সচেতন মূলক বক্তব্য ও মহড়া দেয়ার জন্য ধন্যবাদ জানান।
উপস্থিত সকল কর্মচারী কর্মকর্তা সকলকে অগ্নি নির্বাপনের এ বিষয়ে সতর্ক থাকতে বলেন। আরো উপস্থিত ছিলেন মোঃ আব্দুল হামিদ জেনারেল ম্যানেজার মো:আবু সুফিয়ান সুপারভাইজার ও বিভিন্ন বিভাগের চিকিৎসকগণ।
প্রকাশক ও সম্পাদক : মোঃ নিজাম উদ্দিন, নির্বাহী সম্পাদক : আইয়ুব আলী অফিস ; খান কমপ্লেক্স, সোনারপাড়া, শিবগঞ্জ, সিলেট। যোগাযোগ : প্রকাশক ও সম্পাদক : ০১৭৩৭-৩০৪৭৫১। ই-মেইল : sylhetbuletin@gmail.com
All rights reserved © 2025 sylhet buletin