অনলাইন ডেস্ক:
২০ ফেব্রুয়ারি ২০২৫ (বৃহস্পতিবার)গাজীপুর জেলার শ্রীপুর উপজেলা মাওনা বহুমুখী উচ্চ বিদ্যালয় এর দুই দিনব্যাপী বার্ষিক ক্রীড়া সংস্কৃতিক ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হলো।অনুষ্ঠানটি উদ্বোধন করেন মুহাম্মদ আক্তারুল আলম মাস্টার, সাধারণ সম্পাদক- শ্রীপুর উপজেলা বিএনপি। বিদ্যালয় পরিচালন কমিটির সভাপতি, আলহাজ্ব আহসান কবির সভাপতিত্ব করেন। প্রথম দিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব মোঃ শাহাজান ফকির, সভাপতি-শ্রীপুর উপজেলা বিএনপি। দ্বিতীয় দিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ডাঃ এস এম রফিকুল ইসলাম বাচ্চু, সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক,কেন্দ্রীয় কমিটি- বাংলাদেশ জাতীয়তাবাদী দল ও ১নং যুগ্ন আহবায়ক- গাজীপুর জেলা বিএনপি। সম্মানিত অতিথি ছিলেন শেখ মারুফ আহাম্মেদ এম এ,ভারপ্রাপ্ত সভাপতি-শ্রীপুর পৌর বিএনপি এবং আলহাজ্ব মো: ফজলুল হক বীর মুক্তিযোদ্ধা,সাবেক সহ-সভাপতি, গাজীপুর জেলা বিএনপি। অনুষ্ঠানে প্রথম দিন অনুষ্ঠিত হয় বার্ষিক ক্রিড়া এবং দ্বিতীয় দিন অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান, আলোচনা পুরস্কার বিতরণ। অনুষ্ঠান পরিচালনায় সার্বিকভাবে সহযোগিতা করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক-জনাব মোঃ শাহজাহান সিরাজ। সহযোগিতায় ছিলেন বিদ্যালয়ের সকল শিক্ষক শিক্ষিকা ও কর্মচারী বৃন্দ। এছাড়াও উপস্থিত ছিলেন এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সর্বস্তরের জনগণ ও শিক্ষার্থীবৃন্দ।