সিলেট বুলেটিন ডেস্ক:
রাষ্ট্রভাষা বাংলার দাবিতে পাকিস্তাানি শাসক গোষ্টির বুলেটের সামনে দাঁড়িয়ে যারা জীবন উৎসর্গ করেছিলেন, যাদের আত্মত্যাগে বাঙালি জাতী পেয়েছিল রাষ্ট্রভাষা বাংলার অধিকার। সেইসব জীবন উৎসর্গকারী শহীদদের প্রতি পরম শ্রদ্ধা ও ভালোবাসার মধ্যদিয়ে চিরিরবন্দর উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে উপেজালায় অমর ২১শে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে ও বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে।
দিবসটি উপলক্ষে শুক্রবার (২১ ফেব্রুয়ারি) সকাল ৯ টায় উপজেলা বিএনপির দলীয় কার্যালয় হইতে শোক র্যালী রেলওয়ে ষ্টেশন কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা সৈনিক বীর শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন দলটির নেতাকর্মীগণ।
পুস্পার্ঘ অর্পণ শেষে বক্তব্য রাখেন দিনাজপুর-৪ আসনের সাবেক সংসদ সদস্য ও কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য আলহাজ্ব আখতারুজ্জামান মিয়া।
এসময় উপস্থিত ছিলেন ৫নং আব্দুলপুর ইউপি চেয়ারম্যান মো: ময়েন উদ্দীন শাহ, ৯নং ভিয়াইল ইউপি চেয়ারম্যান মো: আব্দুর রাজ্জাক শাহ, আইডিয়াল রেসিডেন্সিয়াল মডেল স্কুলের পরিচালক অধ্যক্ষ মো: মমিনুল ইসলামসহ উপজেলা বিএনপি, ইউনিয়ন, ওয়ার্ড ও অঙ্গ সংগঠনের নেতা কর্মীগণ।
প্রকাশক ও সম্পাদক : মোঃ নিজাম উদ্দিন, নির্বাহী সম্পাদক : আইয়ুব আলী অফিস ; খান কমপ্লেক্স, সোনারপাড়া, শিবগঞ্জ, সিলেট। যোগাযোগ : প্রকাশক ও সম্পাদক : ০১৭৩৭-৩০৪৭৫১। ই-মেইল : sylhetbuletin@gmail.com
All rights reserved © 2025 sylhet buletin