গোয়াইনঘাট (সিলেট) প্রতিনিধি:
সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলং সানকিভাঙা আসামপাড়া হাওর এলাকায় সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে ফসলি জমির মাটি বিক্রির হিড়িক পড়েছে। এতে আশঙ্কাজনকভাবে হ্রাস পাচ্ছে গোচারণ ভূমি, বীজতলা ও কৃষি জমি। প্রভাবশালীরা আইনের তোয়াক্ক না করেই অবাধে চালাচ্ছে মাটির ব্যবসা। সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে ও প্রশাসনের অনুমতি না নিয়ে ভেকু মেশিনে কাটা হচ্ছে মাটি। এসব মাটির বেশিরভাগই যাচ্ছে ইটভাটায়। কিছু যাচ্ছে জমি ভরাটের কাজে। এতে ব্যাহত হচ্ছে ফসল উৎপাদন।
সরেজমিনে দেখা যায়, উপজেলার সানকিভাঙা ও আসামপাড়া হাওরের বেশকিছু ফসলি মাঠ থেকে মাটি কাটা হচ্ছে। অসাধু চক্রের প্ররোচনায় অনেক কৃষকরা ফসলি জমির মাটি বিক্রি করছে। ফসলি জমির উর্বর মাটি কেটে বিক্রি করার ফলে এক দিকে কমছে ফসলি জমি, অন্যদিকে ব্যাহত ফসল উৎপাদন। সেই সাথে মাটি বহনের ট্রাকের কারণে ধ্বংস করা হচ্ছে কাঁচা পাকা রাস্তা ঘাট। ফসলি জমির মাটি বিক্রি ও মাটি কেটে ফসলি জমি ধ্বংস করা নিষিদ্ধ থাকলেও তা মানছেন না প্রভাবশালীরা।
প্রকাশক ও সম্পাদক : মোঃ নিজাম উদ্দিন, নির্বাহী সম্পাদক : আইয়ুব আলী অফিস ; খান কমপ্লেক্স, সোনারপাড়া, শিবগঞ্জ, সিলেট। যোগাযোগ : প্রকাশক ও সম্পাদক : ০১৭৩৭-৩০৪৭৫১। ই-মেইল : sylhetbuletin@gmail.com
All rights reserved © 2025 sylhet buletin