সুনামগঞ্জ প্রতিনিধি :
সুনমাগঞ্জ জেলা বাস,মিনিবাস,কোচ,মাইক্রোবাস শ্রমিক ইউনিয়ন(রেজি নং-১৮৬৬) এর মালিকানাধীন এসি বাস সিলেট-সুনামগঞ্জ সড়কে(নীলাদ্রী) পরিবহন চলাচল করতে না দেয়ার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার দুপুর ১২টায় সৃুনামগঞ্জ জেলা সমড়ক রিবহন শ্রমিক ঐক্য পরিষদের উদ্যোগে শহরের মল্লিকপুরস্থ নতুন বাসস্টেশন এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে হাজারো শ্রমিকরা অংশগ্রহন করেন।
সুনামগঞ্জ জেলা ট্রাক,ট্যাক লরি ও কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি ফয়জুর নুরের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মোঃ নুর উদ্দিনের সঞ্চালনায় মানববন্ধনে এ সময় বক্তব্য রাখেন,সংগঠনের সাংগঠনিক সম্পাদক আব্দুল জাহান, সুনামগঞ্জ জেলা বাস মিনিবাস,কোচ,মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি সেজাউল করিম.সাধারন সম্পাদক মোঃ নুরুল হক,সুনামগঞ্জ জেলা অট্রোরিক্রা,সিএনজি,টেক্রিকার ড্রাইভার ইউনিয়নের সাধারন সম্পাদক আল আমীন কালা,সুনামগঞ্জ জেলা হিউম্যান হলার শ্রমিক ইউনিয়নের সাধারন সম্পাদক আব্দুল খালিক ও শ্রমিক কল্যান ফেডারেশনের সাধারন সম্পাদক মোঃ জসিম উদ্দিন প্রমুখ।
শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দরা বলেছেন, গত পাঁচমাস পূর্বে ছয়টি সংগঠনের শ্রমিকদের ঘামের টাকা দিয়ে একটি নিলাদ্রী এসি বাস সুনসমগঞ্জ-সিলেট সড়কে চলাচলের জন্য শ্রমিকদের স্বার্থে কেনা হয়েছিল। কিন্ত সুনামগঞ্জ জেলা বাস-মিনিবাস মালিক সমিতির নেতৃবৃন্দের সাথে এই ছয়টি সংগঠনের নেতৃবৃন্দরা দফায় দফায় এই নিলাদ্র্রী এসি বাসটি চালানোর জন্য বৈঠক করেও কোন সিদ্ধান্তে উপনীত হতে পারেননি। এই রাস্তায় বাস মিনিবাস মালিক সমিতির আওতায় অন্যান্য এসি বাস চলাচল করলে ও আমাদের এই বাসটিকে চলাচল করলে বাধা প্রদান করা হয়। এই রাস্তায় শ্রমিকদের কেনা নিলাদ্রী বাস চালাতে হলে জেলা বাস ও মিনিবাস মালিক সমিতির নেতৃবৃন্দকে আয়ের দুইভাগ টাকা দিতে হবে বলে তারা জানান।
তাই আগামী ১৯ ফেব্রুয়ারীর ভেতরে সুনামগঞ্জ-সিলেট সড়কে এই এসি বাসটি প্রশাসন চালানোর অনুমতি না দিলে আগামী ২০ ফেব্রুয়ারী থেকে শ্রমিকরা কর্মবিরতির ডাক দিবেন এবং দাবী আদায় না হলে লাগাতার অবরোধ কর্মসূচী ঘোষনা করা হবে বলেও মানববন্ধনে আসা শ্রমিক নেতারা হুশিয়ারী উচ্চারন করেন। নেতৃবৃন্দরা বলেন এই ছয়টি সংগঠনে হাজারো শ্রমিকরা কর্মরত রয়েছেন,এতে কোন শ্রমিক অসুস্থ হলে,কিংবা মৃত্যুবরণ করলে এই খরিদকৃত নিলাদ্রী এসি বাসের আয়ের টাকা দিয়ে তাদের সহায়তা করার জন্যই মূলত এই নিলাদ্রী এসি বাসটি খরিদ করা হয়েছিল।
প্রকাশক ও সম্পাদক : মোঃ নিজাম উদ্দিন, নির্বাহী সম্পাদক : আইয়ুব আলী অফিস ; খান কমপ্লেক্স, সোনারপাড়া, শিবগঞ্জ, সিলেট। যোগাযোগ : প্রকাশক ও সম্পাদক : ০১৭৩৭-৩০৪৭৫১। ই-মেইল : sylhetbuletin@gmail.com
All rights reserved © 2025 sylhet buletin