বিনোদন ডেস্ক:
প্যারিসে ইউনেসকো সদর দপ্তরে আয়োজিত অনুষ্ঠানে গাইবেন বাংলাদেশের কয়েকজন সংগীতশিল্পী।
সংস্কৃতি মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের ২৫ বছর পূর্তির অনুষ্ঠানে বিশেষ আকর্ষণ বাংলাদেশি শিল্পীদের এই পরিবেশনা।
১৯৯৯ সালে একুশে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করে জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতিবিষয়ক সংস্থা ইউনেসকো। ২০০০ সালের ২১ ফেব্রুয়ারি থেকে জাতিসংঘের সদস্যদেশে যথাযথ মর্যাদায় পালিত হয়ে আসছে দিবসটি। এ বছর দিবসটির রজতজয়ন্তী।
এ উপলক্ষে ২০ ও ২১ ফেব্রুয়ারি ফ্রান্সের রাজধানী প্যারিসে ইউনেসকোর সদর দপ্তর কয়েকটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানের উদ্বোধন পর্বে ‘গেস্ট অব অনার’ হিসেবে আমন্ত্রণ জানানো হয়েছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে। অনলাইনে যুক্ত হয়ে তিনি অনুষ্ঠানে বক্তৃতা দেবেন।
এ ছাড়া সদস্যদেশগুলোর মন্ত্রী পর্যায়ের আলোচনায় উপস্থিত থাকবেন বাংলাদেশের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।
প্যারিসে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের রজতজয়ন্তী অনুষ্ঠানে অংশ নিতে মঙ্গলবার ঢাকা থেকে যাত্রা করবেন ইসলাম উদ্দিন পালাকার, ‘কথা ক’খ্যাত র্যাপার সেজান, শূন্য ব্যান্ডের এমিল ও নারী ব্যান্ড এফ মাইনর, পারশা মাহজাবীন, টুনটুন বাউল, জালাল, মিথুন চক্র ও জাহিদ নীরব।
এই আয়োজনে জুলাই মাতানো সেজানের ‘কথা ক’ গানের সঙ্গে বায়ান্নর ভাষা আন্দোলনের একটি গানের মিশ্রণে গাইবেন ইসলাম উদ্দিন পালাকার। টুনটুন বাউলের সঙ্গে কণ্ঠ মিলিয়ে লালনগীতি ‘জাত গেল’ গাইবেন পারশা মাহজাবীন।
শূন্য ব্যান্ডের এমিল শোনাবেন ‘শোনো মহাজন’ গানটি। নাগরী, গারো, চাকমা ও বাংলা ভাষায় ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো’ গাইবে এফ মাইনর ব্যান্ডের ভোকাল পিংকি চিরান ও পারশা মাহজাবীন। পাশাপাশি ইসলাম উদ্দিনের পরিবেশনায় থাকবে বিখ্যাত পালা ‘পাষাণ মনরে আমার’। পুরো আয়োজনের নির্দেশনা দেবেন নির্মাতা তানিম নূর ও সংগীত পরিচালনায় থাকবেন জাহিদ নীরব। লেখক-গবেষক বদরুদ্দীন উমর ও ভাষাসৈনিক তাহমিনা সালেহ্কে নিয়ে একটি তথ্যচিত্র দেখানো হবে। তথ্যচিত্রটির নির্দেশনা দিয়েছে তানিম নূর। আয়োজনে সহযোগিতা করছে ফ্রান্সের প্যারিসে অবস্থিত বাংলাদেশ দূতাবাস।
প্রকাশক ও সম্পাদক : মোঃ নিজাম উদ্দিন, নির্বাহী সম্পাদক : আইয়ুব আলী অফিস ; খান কমপ্লেক্স, সোনারপাড়া, শিবগঞ্জ, সিলেট। যোগাযোগ : প্রকাশক ও সম্পাদক : ০১৭৩৭-৩০৪৭৫১। ই-মেইল : sylhetbuletin@gmail.com
All rights reserved © 2025 sylhet buletin