অনলাইন ডেস্ক:
কুমিল্লায় মাদকের বিরুদ্ধে শিক্ষার্থীদের মাঝে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে মাদক বিরোধী বিতর্ক প্রতিযোগিতা ও সেমিনার অনুষ্ঠিত হয়েছে। আজ দুপুরে নগরীর কুমিল্লা রেসিডেন্সিয়াল কলেজ মিলনায়েতনে ধ্বনি আবৃত্তি স্কুল ও কুমিল্লা রেসিডেন্সিয়াল কলেজ বিতর্ক দলের সহযোগিতায় দকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয় এ অনুষ্ঠানের আয়োজন করে। এতে “মাদক নিয়ন্ত্রণে আইনের যথাযথ প্রয়োগই মূখ্য”এই বিষয়ের উপর রেসিডেন্সিয়াল কলেজে একাদ্বশ ও দ্বাদশ শ্রেণীর বিতার্কিক দল পক্ষে বিপক্ষে বিতর্কে অংশ গ্রহণ করে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুমিল্লা রেসিডেন্সিয়াল কলেজের অধ্যক্ষ মো: আব্দুল হান্নান। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, কুমিল্লার উপপরিচালক চৌধুরী ইমরুল হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্রীড়া ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব বদরুল হুদা জেনু। বিতর্ক প্রতিযোগিতায় মডারেটররের দায়িত্ব পালন করেন কুমল্লিা রেসিডেন্সিয়াল কলেজের আইসিটি বিভাগের প্রভাষক শরিফ আহমেদ এবং ধ্বনি আবৃত্তি স্কুল কুমিল্লার অধ্যক্ষ মাহতাব সোহেল এবং ধ্বনি আবৃত্তি চর্চাকেন্দ্র কুমিল্লার সাধারন সম্পাদক রুমানা রুমি।
অতিথিবৃন্দ তাদের বক্তব্যে সমাজে মাদকের ক্ষতিকর প্রভাব ও এ থেকে উত্তোরনের বিষয়ে আলোচনা করেন। সবশেষে সম্মানিত অতিথিগণ ও প্রায় দুই শতাধিক শিক্ষার্থীরা মাদকের বিরুদ্ধে লাল কার্ড প্রদর্শন করে মাদক নির্মূলে শপথ গ্রহন করেন। এছাড়াও শিক্ষার্থীদের মাঝে মাদকের ক্ষতিকর দিক লেখা সম্বলিত জ্যামিতি বক্স, স্কেল, খাতা ও কলম বিতরণ করা হয়।
প্রকাশক ও সম্পাদক : মোঃ নিজাম উদ্দিন, নির্বাহী সম্পাদক : আইয়ুব আলী অফিস ; খান কমপ্লেক্স, সোনারপাড়া, শিবগঞ্জ, সিলেট। যোগাযোগ : প্রকাশক ও সম্পাদক : ০১৭৩৭-৩০৪৭৫১। ই-মেইল : sylhetbuletin@gmail.com
All rights reserved © 2025 sylhet buletin