সিলেট প্রতিনিধি:
সমাজসেবায় অনবদ্য বিশেষ অবদান রাখায় একুশে স্মৃতি সম্মাননা পদকে ভূষিত হলেন সিলেট এর কৃতি সন্তান সিলেট জিন্দাবাজার নিউ শ্যামলী মার্কেটে অবস্থিত শাহজালাল আই কেয়ার এর চেয়ারম্যান মোঃ শাহেদুর রহমান। শনিবার ( ১৭ ফেব্রুয়ারী ) বিকেলে রাজধানীর বিজয়নগর পুরানা পল্টন টাওয়ার ইকোনোমিক রিপোর্টার্স ফোরাম মিলনায়তনে মহান আন্তর্জাতিম মাতৃভাষা দিবস শীর্ষক আলোচনা সভা ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি বাংলাদেশ সুপ্রীম কোর্টের বিচারপতি আব্দুস সালাম মামুন তাঁর হাতে সম্মাননা পদক তুলে দেন। একুশে স্মৃতি পরিষদ এর ভাইস চেয়ারম্যান এডভোকেট মোহাম্মদ মনির হোসেন এর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক সচিব রোকন উদ-দোলা, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের গঠনতন্ত্র সংস্কার কমিটির চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ জকরিয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থমন্ত্রনালয়ের সাবেক অতিরিক্ত সচিব পীরজাদা শহিদুল হারুন, গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক সচিব শেখ মোহাম্মদ আব্দুল মান্নান, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নির্বাহী কমিটির সদস্য সাবেক এমপি আলহাজ¦ সুলতান মাহমুদ বাবু।