অনলাইন ডেস্ক:
চট্টগ্রামের মিরসরাইয়ে কালায়ন চাকমা (২৫) নামের এক মাদক কারবারিকে ২৫ কেজি ভারতীয় গাঁজাসহ আটক করেছে বিজিবি। সোমবার (১৭ ফেব্রুয়ারি) সকালে তাকে চট্টগ্রাম আদালতে প্রেরণ করেছে জোরারগঞ্জ থানা পুলিশ।
এরআগে, রবিবার রাতে কয়লারমুখ চেকপোস্টে কর্মরত হাবিলদার মনিরুজ্জামান আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। ওইদিন সকালে বারইয়ারহাট-রামগড় সড়কের কয়লারমুখ চেকপোস্টে কর্মরত বিজিবি সদস্যরা তাকে আটক করে।
আটক কালায়ন চাকমা খাগড়াছড়ি জেলার মাটিরাঙা থানার মাটিরাঙা কাউমারা এলাকার কালন্তের ছেলে।
হাবিলদার মনিরুজ্জামান জানান, রামগড় ব্যাটালিয়নের (৪৩ বিজিবি) অধীনস্থ কয়লারমুখ চেকপোস্টের সামনে বিজিবির একটি দল অভিযান চালিয়ে ২৫ কেজি ভারতীয় গাঁজাসহ কালায়ন চাকমাকে আটক করেছে। পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য তাকে জোরারগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।
জোরারগঞ্জ থানার ওসি (তদন্ত) আমিরুল ইসলাম বলেন, আটক আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে সোমবার চট্টগ্রাম আদালতে প্রেরণ করা হয়েছে।
প্রকাশক ও সম্পাদক : মোঃ নিজাম উদ্দিন, নির্বাহী সম্পাদক : আইয়ুব আলী অফিস ; খান কমপ্লেক্স, সোনারপাড়া, শিবগঞ্জ, সিলেট। যোগাযোগ : প্রকাশক ও সম্পাদক : ০১৭৩৭-৩০৪৭৫১। ই-মেইল : sylhetbuletin@gmail.com
All rights reserved © 2025 sylhet buletin